শিরোনামঃ-

» শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩. নভেম্বর. ২০২৩ | শুক্রবার

ডেস্ক নিউজঃ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট বিভাগের আওতায় কর্মরত উপ-সহকারি প্রকৌশলী ও সহকারি প্রকৌশলীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই কর্মশালার আয়োজন করা হয়।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি (সিলেট) মো. উজ্জল বখত এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আরেফিন খান, হবিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খান, সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান নয়ন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাফর আলী শিকদার, সহ সভাপতি (ঢাকা) মো. জরজিসুর রহমান।

মো. নাহিদ হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. মাহফুজুর রহমান। খাদিম সিরামিক্স ও এম. ই. পি গ্রুপ এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বিকেলে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের অবকাঠামোগত উন্নয়নে আমাদের অবদান রাখতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করতে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের সকল উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ব্যাপক অবদান রাখছে। এই ধারা অব্যাহত রাখা আমাদের কর্তব্য। তিনি প্রশিক্ষলব্ধ জ্ঞান অর্জনে সকলকে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৮২ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031