শিরোনামঃ-

» ফরমায়েসি ও একতরফা নির্বাচন তফসিল বাতিল করুন : বাম গণতান্ত্রিক জোট

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ

একতরফা নির্বাচন তফসিল প্রত্যাখ্যান, নির্বাচনকালীন দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আহুত দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা-২টা) হরতাল সিলেটেও পালিত হয়েছে।

হরতালের সমর্থনে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা জমায়েত হয়ে পিকেটিং শুরু করেন।

পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌহাট্টা, জিন্দাবাজার, সিটি পয়েন্টে প্রদিক্ষণ করে সবুজ বিপনীর সামনে পুলিশি বাধা উপেক্ষা করে পুনরায় শহিদমিনারের সামনে এসে মিছিল শেষ হয়। সকাল সাড়ে ৯টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর , বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, সিপিবি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিরোধী সকল রাজনৈতিক দল ও অধিকাংশ জনগণের মতামত উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। গণদাবিকে অগ্রাহ্য করে ঘোষিত এই তফসিল ফরমায়েসি, যা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার অন্তরায়। দেশবাসী একতরফা তফসিল প্রত্যাখ্যান করছে ।

বক্তারা ,জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অবিলম্বে এই তফসিল বাতিলের আহ্বান জানান। বক্তারা বলেন,তফসিল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর পুলিশী হামলা মামলা প্রমান করে বর্তমান নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ করে নির্দলীয় তদারকি সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা এবং একতরফা তফসিল প্রত্যাখ্যান করে সবার অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা হরতাল সফল করার জন্য সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি অভিনন্দন জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৯ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031