শিরোনামঃ-

» ফিলিস্তিদের উপর হামলা বন্ধের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২৩ | রবিবার

ডেস্ক নিউজঃ

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা বন্ধের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) বিকেলে ৫নং ওয়ার্ডের কলবাখানী এলাকায় এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিদের উপর ইসরায়েল বর্বরোচিত হামলা চালিয়ে হত্যা করছে। তাঁদের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও।

শত শত নিরীহ মানুষ তাদের হামলায় প্রতিদিন মারা যাচ্ছে। অথচ বিশ্ব নেতারা তাকিয়ে দেখছে। তারা শুধু মুখ দিয়ে কথা বলছে। হামলা বন্ধের কোন ব্যবস্থা নিচ্ছে না তাঁরা।

ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তাঁর প্রতিবাদে আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা গাজার মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি।

নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আজকে আমরা দাঁড়িয়েছি। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

বক্তারা, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে দ্রুত এক কাতারে আসার আহবান জানান।

সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি গোপাল বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক গুলাম জাকারিয়া চৌধুরী শিপলু, এডভোকেট সাবের চৌধুরী, এডভোকেট সোহেল আহমদ চৌধুরী, ক্লাবের যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদ, জাহাঙ্গীর আহমদ, এহসান আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930