শিরোনামঃ-

» সিসিক মেয়র ও কাউন্সিলারদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠিত

প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০২৩ | শনিবার

ডেস্ক নিউজঃ

সিলেট সিটি কর্পোরেশেনের মেয়র ও কাউন্সিলারবৃন্দের সাথে মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সিসিক মেয়র আনোয়ারুজ্জামানের চৌধুরীর সভাপতিত্বে সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা অংশ নেন।

সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, সিলেট-১ আসন একটি মর্যাদাপূর্ণ আসন। তাই এ আসনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

সিলেট মহানগরের ভোটারের কাছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলাররা একজন গুরুত্বপূর্ন ব্যক্তি। তাদের সুখে দুখে আপনারা সবসময় পাশে থাকে। সেইসাথে সরকারের মাঠ পর্যায়ের সেবা ও উন্নয়ন কর্মকান্ড কাউন্সিলদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তাই ভোটারদের নির্বাচনমুখি করতে কাউন্সিলদের বিকল্প নেই।

পররাষ্ট্রমন্ত্রী উৎসবমুখর পরিবেশে সুষ্ঠ, অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সকলের সহযোগিতা চান।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার সিসিকের উন্নয়নের জন্য অনেক কাজ করেছে। বিগত ১০ বছর সিসিক মেয়র পদ আওয়ামী লীগের না হলেও উন্নয়ন বরাদ্দ বিন্দুমাত্র কম দেয়নি সরকার। কারণ জননেত্রী শেখ হাসিনার কাছে দেশ-জনগণই মুখ্য, অন্য কিছু নয়।

উপস্থিত কাউন্সিলররা বলেন, ড. এ কে আব্দুল মোমেন শুধু আমাদের এমপি নন তিনি দেশের একজন সফল পররাষ্ট্রমন্ত্রী। বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভবামূর্তি উজ্জ্বল করছেন তিনি।

তাই সিলেট-১ আসন এবারের নির্বাচনে বিদেশী সংস্থা, পর্যবেক্ষদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তাই সর্বচ্চো ভোটারের উপস্থিতির মাধ্যমে এ আসনে নৌকার বিজয়মালা ছিনিয়ে আনা আমাদের নৈতিক গুরুদায়িত্ব।

সভায় কাউন্সিলরবৃন্দরা নির্বাচনে বিজয় সুনিশ্চিতের জন্য তৃণমূল পর্যায়ে প্রচারণা ও ভোটারদেরকে নির্বাচনমুখি করার বিভিন্ন দাবী, পরিকল্পনা, সুপারিশ করেন। নির্বাচনে সকল ধরনের সহযোগিতা প্রদানের কথা দেন উপস্থিত কাউন্সিলররা।

পররাষ্ট্রমন্ত্রী তাঁদের কথাগুলো মনোযোগ সহকারের শোনেন এবং সেগুলো বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. তৌফিক বক্স, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গির আলম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. ছয়ফুল আহমদ বাকের, ১১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর নজমুল হোসেন, ৩২নং ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালমা সুলতানা, নার্গিস সুলতানা, মোছা. হাজেরা বেগম, বাবলী আক্তার, ফাতেমা বেগম, নারগিস সুলতানা রুমি, রেবেকা বেগম, শাহানা বেগম শানু, রুহেনা খানম মুক্তা প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30