শিরোনামঃ-

» বইপ্রেমীদের আনাগোনা বাড়ছে সপ্তদশ কেমুসাস বইমেলায়

প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০২৩ | বুধবার

ডেস্ক নিউজঃ
দিন যাওয়ার সঙ্গে সঙ্গে বইপ্রেমীদের আনাগোনা বাড়ছে সপ্তদশ কেমুসাস বইমেলায়। আগের কদিনের চেয়ে বুধবার (৬ ডিসেম্বর) মেলার ৬ষ্ট দিনে মানুষের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। স্টলে স্টলে পাঠকদের ভিড়। কেউ কেউ পছন্দের লেখকের বই কিনতে খুঁজে বেড়াচ্ছেন নির্ধারিত স্টল।
বিকেল ৪টা থেকে দলে দলে মেলা মাঠে দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ করা গেছে। কেউ বই কিনছেন, কেউবা স্টলের সামনে দাঁড়িয়েই চোখ বুলাচ্ছেন বইয়ের পাতায়। অনেক সময় পছন্দ হলে কিনছেন পছন্দের বইটি। কেউবা সেলফি তুলছেন। ফটো তুলছেন প্রিয়জনদের সঙ্গে। মেলা শুরুর প্রথম চারদিন লেখক স্টল ফাঁকা থাকলেও ৫ম ও ৬ষ্ট দিনে লেখক স্টলে সিলেটের অনেক নবীন ও প্রবীণ ছড়াকারদের বসতে দেখা গেছে। স্টলে খোশ গল্পে মেতেছিলেন সকলেই। মেলা মাঠে থাকা চা স্টল লেখকদের আড্ডাকে আরও জমিয়ে তোলে।

এদিকে বইমেলা প্রাঙ্গণে বিকেল ৪টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘খ’ ও ‘গ’ গ্রুপের আবৃত্তি প্রতিযোগীতা। প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

বইমেলা উদযাপন পরিষদের আহবায়ক অধ্যক্ষ সাইফুল করিম চৌধুরী হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. আবদুল মজিদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবৃত্তি প্রশিক্ষক বিমল কর ও দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।  অভিভাবকদের পক্ষে উপস্থিত ছিলেন প্রফেসর মো. ইয়াকুব মিয়া।
প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তি প্রশিক্ষক বিমল কর ও অমিত ত্রিবেদি। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন কবি কামাল আহমদ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সাইফুল করিম চৌধুরী হায়াত বলেন, ‘আমরা অনেক রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছি। আমরাই একমাত্র জাতি নিজের মায়ের ভাষা প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছি। পৃথিবীর আর কোনো জাতি নিজের মায়ের ভাষার জন্য রক্ত দেয়নি।’

বইমেলার মাঠে কথা হয় কেমুসাস বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব প্রিন্স সদরুজ্জামান চৌধুরীর সাথে। তিনি জানান, বিজয়ের মাসের প্রথম দিনে শুরু হওয়া এবারের মেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

নতুন প্রজন্মকে মেলামুখী করার লক্ষে প্রথম দিন থেকেই বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে এবং প্রতিযোগীতামূলক এইসব কর্মসূচীতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তিনি বলেন, আমরা মেলায় দর্শনার্থীর কথা বিবেচনায় রেখে প্রতিদিন ব্যাপক কর্মসূচীর আয়োজন করেছি। সবকিছু মিলে একটি সমৃদ্ধ আয়োজনের মধ্য দিয়ে সকলের অংশগ্রহণ নিশ্চিত করাই মেলার মূল লক্ষ। বিশেষ করে দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থার প্রকাশিত বইগুলো সংগ্রহ করার সুযোগ পেয়ে সকলেই পাঠমুখী হবেন।

এবারের বইমেলাটি সাহিত্য সংসদের সাবেক সভাপতি দেওয়ান ফরিদ গাজীর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। দরগাগেইটস্থ সংসদ চত্বরে আয়োজিত বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৮১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930