শিরোনামঃ-

» মানবাধিকার দিবসে ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের মানববন্ধন

প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০২৩ | রবিবার

রাজনৈতিক প্রতিপক্ষ নির্মুলে ফরমায়েসী রায়ে সাজা আইন ও মানবাধিকারের লংঘন

ডেস্ক নিউজঃ
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের মানববন্ধনে বক্তারা বলেছেন, দেশে আইন ও মানবাধিকার লংঘনের মহোৎসব চলছে। প্রহসনের একতরফা নির্বাচন আয়োজন করতে দেশব্যাপী গণগ্রেফতার চলছে।

কারাগারে একদিকে ধারণক্ষমতার চেয়ে বেশী বন্দীকে অমানবিকভাবে রাখা হচ্ছে। অনেকেই কারাগারে মানবেতর জীবনযাপন করছে। শুধু গণগ্রেফতারই নয়, এখন রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় বিরোধী মতের নেতৃবৃন্দের বিরুদ্ধে নিম্ন আদালতে ন্যায়ভ্রষ্ট ফরমায়েসী রায়ে সাজা প্রদান করা হচ্ছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বিরোধীমতের নেতাকর্মীদের গুপ্তহত্যার মতো নৃশংসতা হত্যাযজ্ঞ চলছে। এর দায় রাষ্ট্র ও সরকারকের নিতে হবে।

অবিলম্বে বিচারের নামে অবিচার বন্ধ করতে হবে। আইন ও মানবাধিকার রক্ষায় দেশপ্রেমিক জনতার পাশাপাশি আইনজীবী সমাজকে ঐক্যবদ্ধভাবে স্বোচ্চার হতে হবে।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের আদালত প্রাঙ্গনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথা বলেন।

কাউন্সিলের সভাপতি এডভোকেট আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বক্তব্য রাখেন কাউন্সিলের সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

মানববন্ধনে সিলেট জেলা বারের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক এডভোকেট জামিল আহমদ রাজু, যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন, সিলেট জেলা কর আইনজীবি সমিতির সেক্রেটারী এডভোকেট শফিকুল ইসলাম, জেলা বারের আইনজীবি এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট মাসুদ আহমদ চৌধুরী মহসিন, এডভোকেট রবিউল ইসলাম, এডভোকেট ইয়াসীন খান, এডভোকেট রহমত আলী, এডভোকেট মকসুদ আহমদ, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট মইনুল ইসলাম, এডভোকেট আবজাল মিয়া তালুকদার, এডভোকেট নাজমুল হুদা, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট নুরুল আমীন, এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, এডভোকেট আব্দুল কাইয়ুম, এডভোকেট আসাদুল্লাহ ও এডভোকেট মুস্তাফিজুর রহমান সিপার প্রমূখ।

সভাপতির বক্তব্যে এডভোকেট আলিম উদ্দিন বলেন, দেশে বিচারের বানী নিভৃতে কাঁদছে। রাজনীতিতে প্রতিযোগিতা ও আদর্শিক মোকাবেলার পরিবর্তে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। যা আইন ও মানবাধিকারের সুষ্পষ্ট লংঘন।

এভাবে কোন রাষ্ট্র ও সমাজ চলতে পারেনা। বিশ্ব মানবাধিকার দিবসে আইন ও মানবাধিকার রক্ষায় আইনজীবিদের দৃঢ় শপথ নিতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30