শিরোনামঃ-

» স্কলার্সহোম মেজরটিলা কলেজে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০২৩ | শনিবার

ডেস্ক নিউজঃ

মহান বিজয় দিবস উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজের উদ্যোগে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক এর সভপতিত্বে ও কলেজ শাখার প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট মুহাম্মদ আব্দুন নূর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাদের অতিথি ব্যাজ পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কলেজ শাখার একাডেমিক ইনচার্জ প্রভাষক শাখাওয়াত হোসেন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রভাষক নিজাম উদ্দিন ও প্রভাষক দেবী অনিলা শর্মা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবু বকর সিদ্দিক ইকবাল।

আমন্ত্রিত দুই বীর মুক্তিযোদ্ধা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁদের সাথে ঘটা একাত্তরের রণাঙ্গনে যুদ্ধ ত্যাগ-তিতিক্ষার স্মৃতিচারণা করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, “আজ ১৬ ডিসেম্বর, চিরস্মরণীয় একটি দিন। এদিন আমরা আমাদের করে পেয়েছিলাম চিরদিনের চিরসবুজ বাংলাদেশ। আজকের দিনে আমরা পেয়েছিলাম রক্ত আর অশ্রুতে ভেজা বহু প্রতীক্ষিত বিজয়।

সকল ত্যাগের একটাই কারণ ছিল, সুন্দর সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। শহিদের ত্যাগ তিতিক্ষা তখনই সার্থক হবে যখন আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব।”

তিনি ১৯৭১ এর বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত নারী এবং সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠান শেষে প্রাথমিক শাখার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি উপস্থাপনের মাধ্যমে কলেজে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এসময় প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান, সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930