শিরোনামঃ-

» মাওলানা আব্দুস শাকুর (রহ.) এর খুনিদের গ্রেফতার ও ফাঁিসর দাবিতে সিলেট কোর্ট পয়েন্টে মানববন্ধন

প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০২৩ | রবিবার

ডেস্ক নিউজঃ

বিশিষ্ট আলেমে দ্বীন শহীদ হাফিজ মাওলানা আব্দুস শাকুর (রহ.) এর খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে সিলেট ঐতিহাসিক কোর্ট পয়েন্টে মানববন্ধনে ধারাবাহিক কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

বিশিষ্ট আলেমে দ্বীন, শাহপরান উপশহরস্থ জামিয়াতুল উলূমিল ইসলামিয়া সিলেটের মুহাদ্দিস, হাফিজ মাওলানা আব্দুস শাকুর রাহ. বিগত ২৪ নভেম্বর ২০২৩ ইংরেজি শুক্রবার তার নিজ গ্রাম জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের দলইপাড়ার পাশের বাড়ীর সন্ত্রাসী হাজির আলী, নজরুল, বদরুল, আবুল গংদের হাতে নির্মম ভাবে শহীদ হন। বিষ্ময়ের ব্যাপার হল আজ ২৩ দিন অতিবাহিত হল কিন্তু পুলিশ ১জন ছাড়া বাকী ৬ জন আসামীকে গ্রেফতার করেনি। ইতিমধ্যে হরিপুর বাজারে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। জৈন্তাপুর বাজারে প্রতিবাদ সভা ও মিছিল হয়েছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগরীর মাদরাসা সমূহের অংশ গ্রহণে সিলেটের ঐতিহাসিক কোট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শহীদ হাফিজ মাওলানা আব্দুস শাকুর রাহ. স্মৃতি পরিষদের আহ্বায়ক হরিপুর বাজার মাদরাসার শাইখুল হাদিস ও শাহ আবু তুরাব জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদির সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান এবং ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে: আগামী ২৩ ডিসেম্বর শনিবার হরিপুর বাজারের ব্যবসায়ী কমিটি ও সম্মানিত মুরব্বিদেরকে নিয়ে মতবিনিময় ও গণসংযোগ, আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার দরবস্ত বাজার ব্যবসায়ী কমিটি ও সম্মানিত মুরব্বিদেরকে নিয়ে মতবিনিময় ও গণসংযোগ, আগামী ৩১ ডিসেম্বর রবিবার জৈন্তাপুর বাজার ব্যবসায়ী কমিটি ও সম্মানিত মুরব্বিদেরকে নিয়ে মতবিনিময় ও গণসংযোগ, ৪. আগামী ৩ জানুয়ারি ২০২৪ বুধবার গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী কমিটির সম্মানিত মুরব্বিদেরকে নিয়ে মতবিনিময় ও গণসংযোগ, আগামী ০৯ জানুয়ারী মঙ্গলবার কানাইঘাট বাজার ব্যবসায়ী ও সম্মানিত মুরব্বিদেরকে নিয়ে মতবিনিময় ও গণসংযোগ, আগামী ১১ জানুয়ারী বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ও আগামী ১৪ জানুয়ারী রবিবার সকাল-সন্ধা সিলেট তামাবিল রোড সহ বৃহত্তর জৈন্তা অবরোধ পালনের আহবান জানান।

বাজার মাদরাসার শিক্ষক মাওলানা জয়নাল আবেদিনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামেয়া ইসলামিয়া দারুল উলুম হেমু মাদরাসার মুহতামিম মাওলানা জিল্লুর রহমান, জামিয়া উলুমিল ইসলামিয়া সিলেটের শায়খুল হাদিস মাওলানা মুজিবুর রহমান ছাতকী, দারুস সালাম খাসদবির মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মাশুক আহমদ সালামী, জামিয়া উলুমিল ইসলামিয়া সিলেটের নির্বহী কমিটির সহ সভাপতি মাওলানা নেহাল আহমদ, জালালাবাদ ইমাম সমিতির সেক্রেটারী মাওলানা হুসাইন আহমদ, হরিপুর বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা আনওয়ার হুসাইন, দারুস সালাম খাসদবির মাদরাসার মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান ও শিক্ষক হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ, মংলীপার মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, জামেয়া কাসিমুল উলুম দরহাগ মাদরাসার শিক্ষক মুফতি রশিদ আহমদ, জৈন্তাপুর বাঘেরখাল মাদরাসা শিক্ষা সচিব মাওলানা আব্দুল ওয়াদুদ, জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলার মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী, সাদারপাড়া মাদরাসাতুল হিদায়ার মুহাদ্দিস মাওলানা ওয়ারিস উদ্দিন, ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জালালাবাদ ইমাম সমিতির সহ সেক্রেটারী মাওলানা শরীফুদ্দীন, মিসবাহুল উলুম শ্যামপুর মাদরাসার শিক্ষক মাওলানা কবির আহমদ, পরিষদের সদস্য মাওলানা নজীর আহমদ, হাফিজ আলী আহমদ, ভার্থখলা মাদরাসার শিক্ষক মাওলানা ইবরাহিম আলী, মাওলানা কামাল আহমদ, হাজারীবাগ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুনিব, হরিপুর এলাকার বিশিষ্ট মুরব্বি মাওলানা কুতুবুদ্দীন শিকদার, মাওলানা শফি কামরান, মরহুমের ভাই হাফিজ আব্দুল কুদ্দুস, ভাগনা মাওলানা ফয়সল আহমদ ও প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৯০ বার

Share Button

Callender

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031