শিরোনামঃ-

» নৌকায় ভোট দিন, উন্নয়নের দায়িত্ব শেখ হাসিনার : সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০২৪ | মঙ্গলবার

তাহিরপুর প্রতিনিধিঃ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন ‘‘আপনারা নৌকার প্রার্থী রঞ্জিত সরকারের উপর আস্থা রাখুন। সরকার গঠনে সহায়তা করুন। নির্বাচিত হলে তাহিরপুর সহ সুনামগঞ্জ-১ আসনের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেবেন।

তিনি বলেন, দেশ উন্নয়নের মহাযজ্ঞে কিন্তু তুলনামুলক এই জনপদ এখনো অন্য এলাকার চাইতে পিছিয়ে রয়েছে।তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থী রঞ্জিত সরকারকে নৌকায় ভোট দিন।

তিনি আরো বলেন, আমি এবং রঞ্জিত সরকার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম মাননীয় নেত্রী রঞ্জিত সরকারের মাধায় হাত বুলিয়ে দোয়ারদিয়ে বলেছেন এলাকায় যাও সাধারণ মানুষকে সালাম দিয়ে নৌকায় ভোট চাও। তুমি নির্বাচিত হতে পারলে উন্নয়নের দায়িত্ব আমি নিজে নেব।

মঙ্গলবার (২ জানুয়ারী) সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট রনজিত চন্দ্র সরকার এর সমর্থনে তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমাম বখত পলিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল করিম, সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সিটি কাউন্সিলর ও প্যানেল মখলিছুর রহমান কামরান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দীপা, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আগমদ, সিলেট জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সাজলু লস্কর, জেলা যুবলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরহাদ আহমদ, যুবলীগ নেতা শাহিন আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে।

তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, ইকবাল হোসেন তালুকদার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস আলী, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল খয়ের, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আপ্তাব উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বিশ্বজিত সরকার, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ছিদ্দুকুর রহমান, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মিয়া, তাহিরপুর উপজেলা কৃষক লীগ সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930