শিরোনামঃ-

» জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ভারতীয় ১২০ (একশত বিশ) বস্তা চিনি উদ্ধার সহ ১ জন চোরাকারবারী আটক

প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০২৪ | শুক্রবার

ডেস্ক নিউজঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশ সিলেট মহানগরীতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও জালালাবাদ থানা অফিসার ইনর্চাজ এর তদারকিতে থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে অদ্য ২৬/০১/২০২৪খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিত্তে সকাল ৮টা ২০ মিনিটের সময় জালালাবাদ থানাধীন তেমুখী বাইপাস পয়েন্টস্থ হাজী সুন্দর আলী জামে মসজিদের সামনে সুনামগঞ্জ-সিলেটগামী মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালে ১টি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পুলিশের চেকপোষ্ট দেখে গতিপথ পাল্টানোর চেষ্টাকালে উক্ত কাভার্ড ভ্যানটি আটক করা হয়। উক্ত গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, কাভার্ড ভ্যানে অবৈধভাবে আনা ভারতীয় চিনি রয়েছে।পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সর্বমোট ১২০ বস্তা চিনি, প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে = ৬০০০ (৬ হাজার) কেজি চিনি উদ্ধার পূর্বক অদ্য ২৬/০১/২০২৪খ্রিঃ তারিখ সকাল ০৮.৫০ ঘটিকার সময় এসআই(নিঃ)/জুয়েল চৌধুরী জব্দ তালিকা মূলে জব্দ করেন।

এই সংক্রান্তে এএসআই(নিঃ)/মোঃ রেজাউল করিম বাদী হয়ে ধৃত আসামী ১। মোঃ অনিক মোল্লা (২৬), পিতা-ফায়েক মোল্লা, সাং-কুসুম দিয়া, থানা-কাসিয়ানি, জেলা-গোপালগঞ্জ সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং-০৭, তাং-২৬/০১/২০২৪খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন এর 25B(1)(b)/25(D) রুজু করা হয়। আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30