শিরোনামঃ-

» বাংলাদেশ পোস্ট ম্যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ ও অংশিক মৌলভীবাজার জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ২৪. ফেব্রুয়ারি. ২০২৪ | শনিবার

মৌলভীবাজার প্রতিনিধিঃ

বাংলাদেশ পোস্ট ম্যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি-২১৯১ এর সিলেট-সুনামগঞ্জ ও অংশিক মৌলভীবাজার জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সিলেটের প্রধান ডাকঘরের মিলনয়াতনে এ ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ পোস্ট ম্যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রাকিব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান। সম্মেলনের উদ্বোধন করেন সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সভাপতি আবুল হাসেম খান খাদিম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি ও হবিগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ূম, সিলেট জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, কেন্দ্রীয় সহ সভাপতি আবু তাহের, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সহ সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক দুলন রঞ্জন দেব, সিলেট-সুনামগঞ্জ ও অংশিক মৌলভীবাজার শাখার সাবেক সহ সভাপতি ও সিলেট জেলা শ্রমিক লীগের সহ সম্পাদক ওমর আলী।

সম্মেলনে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ সম্পাদক ও জেলা নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর এ আলম, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মো. আব্বাছ আলী, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930