শিরোনামঃ-

» খাদিমনগর ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ২৭. ফেব্রুয়ারি. ২০২৪ | মঙ্গলবার

ডেস্ক নিউজঃ

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২য় ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ১টায় ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ের সামনের মাঠে অনুষ্ঠিত হয়।

ক্রিকেট কাপ টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক দেলোয়ার হুসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব সালা উদ্দিন ইমরানের পরিচালনায় ২য় ইউনিয়ন ক্রিকেট কাপের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আনছার আলী, ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল খালিক, অ্যাডভোকেট খুরশেদ আলম, অ্যাডভোকেট দিলরুবা বেগম কাকলী, সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক অলিউর রহমান, সমাজসেবী সাংবাদিক সাইফুল ইসলাম, সমাজসেবী আহাদ মিয়া, ১নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম আজাদ, ২নং ওয়ার্ডের মেম্বার কুদ্দুছ আহমদ সুমন, ৩নং ওয়ার্ডের মেম্বার মো. জিল্লু মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার মো. মুক্তার হোসেন, ৫নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দীন ইমরান, ৬নং ওয়ার্ডের মেম্বার মো. মঈন উদ্দিন, ৮নং ওয়ার্ডের মেম্বার মুহিবুর রহমান কাজল, ৯নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান শামীম, ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছা. নাজমা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছা. শিবলী বেগম, ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছা. মনোয়ারা বেগম, সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিং বডীর সদস্য রফিক মিয়া, সাবেক সদস্য আব্দুল গফুর, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিত।

এসময় উপস্থিত ছিলেন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ আলী, সাবেক সভাপতি মুক্তার হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলিম মিয়া, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, সমাজসেবী ফয়জুর রহমান, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য আব্দুল হক, রাজন আহমদ রাজু, আক্তার হোসেন, সানিউল ইসলাম, আফরুজ হাসান সাকিব, জুয়েল আহমদ প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ৭নং ওয়ার্ডকে ৩৪ রানে হারিয়েছে ৮নং ওয়ার্ড। ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন লোকমান হোসেন ও মহসিন রুবেল।

এই সংবাদটি পড়া হয়েছে ১০২ বার

Share Button

Callender

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031