শিরোনামঃ-

» সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের ফুডপ্যাক বিতরণ

প্রকাশিত: ১৬. মার্চ. ২০২৪ | শনিবার

ক্ষুধা-দারিদ্র মুক্ত সমাজ প্রতিষ্ঠায় মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে : এডভোকেট জুবায়ের

ডেস্ক নিউজঃ
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ কল্যানে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। রমজান হচ্ছে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের প্রশিক্ষণের মাস।
জামায়াত মানবতার কল্যান সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। সামাজিক বৈষম্য ও ধনী-গরিবের ব্যবধান কমিয়ে ক্ষুধা-দারিদ্র মুক্ত সমাজ প্রতিষ্ঠায় মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে।

তিনি শনিবার (১৬ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ফুডপ্যাক উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

থানা আমীর মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবিবের পরিচালনায় নগরীর পাঠানটুলা এলাকায় অনুষ্ঠিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা উবায়দুল হক শাহিন, সমাজ সেবক ফয়জুল হক ও জামায়াত নেতা ফয়ছল আহমদ প্রমূখ।

ফুডপ্যাক বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, এবার আমরা এমন এক সময়ে পবিত্র মাহে রমজান পালন করছি। যখন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে প্রান্তিক জনগোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। এমন কঠিন পরিস্থিতিতে অসহায় খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই বিবেকের আহ্বানে সাড়া দিয়ে অসহায় মানুষের সাহায্যে সামর্থ অনুুযায়ী এগিয়ে আসতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৮২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930