শিরোনামঃ-

» ছাতকে ডাক্তার মঈন উদ্দিন ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০২৪ | শুক্রবার

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে ডাক্তার মঈন উদ্দিন ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ছাতকের নাদামপুর গ্রামে ডাক্তার শহীদ মঈন উদ্দিনের নিজ বাড়ীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্তাবধানে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার মঈন উদ্দিনের সহধর্মিণী ডাক্তার রিফাত জাহান চৌধুরী ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো: খসরুজ্জামান।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় ৯’শ রোগীকে বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, সহযোগী অধ্যাপক (স্পাইন সার্জন) ডাক্তার শহিদুল আলম আখন্দ, সহযোগী অধ্যাপক (নাক কান গলা বিভাগ) ডাক্তার নুরুল হুদা নাঈম, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার রেজাউল মোনাইম, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার জুলেখা, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার তানভীর মোহিত, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নাহিদা জাফরিন, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মিনাকসি চৌধুরী, সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার খালেদ মাহমুদ, সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার জহির আহমেদ, সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার নাসিম হাসান লাভলু, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আসাদুজ্জামান, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সামছুল ইসলাম।

ফ্রি মেডিকেলে ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বিক সহযোগিতা করেন ওসমানী মেডিকেল কলেজের সেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর একঝাঁক তরুণ উদীয়মান ডাক্তার।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, ট্রাস্টের নির্বাহী সদস্য ফজল মিয়া, মো: কামরুল ইসলাম, এহশামুল হক মাসুম, ট্রাস্টের উপদেষ্টা সালেহ আহমদ। এছাড়াও ক্যাম্পে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয়ভাবে সহযোগিতা করেন জুনেদ আহমদ, জিয়াউল হক, সাইদুল ইসলাম, সৈয়দ আহমদসহ এলাকার অসংখ্য সেচ্ছাসেবী তরুন।

দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় ট্রাস্টের সেক্রেটারি জেনারেল খসরুজ্জামান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত বক্তারা বলেন, করোনা মহামারীর শুরু দিকে চিকিৎসা সেবা দিতে গিয়ে শহীদ হন গরীবের ডাক্তার খ্যাত মঈন উদ্দিন।

তাঁর জীবদ্দশায় তিনি সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করেছেন। অসহায় হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। এলাকায় শিক্ষার প্রসারে তিনি অগ্রনী ভুমিকা পালন করেছেন। ডাক্তার মঈন উদ্দিনের অনুপস্থিতিতে তাঁর আর্তমানতার কল্যাণের কাজের ধারাবাহিকতা রক্ষায় মঈন উদ্দিন ট্রাস্ট কাজ করে যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930