শিরোনামঃ-

» চাঞ্চল্যকর দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার অপারেটর হত্যা মামলার একজন আসামী গ্রেফতার

প্রকাশিত: ২৯. এপ্রিল. ২০২৪ | সোমবার

ডেস্ক নিউজঃ

এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম সিলেট এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক এয়ারপোর্ট থানার মামলা নং-২৬, তাং-২৭/০৪/২০২৪খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর মামলায় তদন্তে প্রাপ্ত মামলার ঘটনার সাথে জড়িত সন্দিগ্ধ আসামী ১. ফয়সল আহমদ (৩২), পিতা-মৃত আঃ মুকিত, সাং-শাহী ঈদগাহ, বাসা নং-৪৮, হাজারীবাগ, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে ও সাক্ষ্যপ্রমাণে প্রকাশ পায় যে, ধৃত আসামী ফয়সল আহমদ তার সঙ্গীয় অজ্ঞাতনামা আরো কয়েকজন আসামীসহ ভিকটিম অমিত দাস শিবুকে ঘটনার সময় গত ২৫/০৪/২০২৪খ্রিঃ অনুমান সাড়ে ৯টা হতে সাড়ে ১০টার মধ্যে ভিকটিমের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মারে এবং আসামীদের একজন ভিকটিমের ব্যবহৃত হেলমেট দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে উপুর্যপুরী আঘাত করে।

মারপিটের এক পর্যায়ে ভিকটিম অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। আসামীগন ভিকটিমের মৃত্যু নিশ্চিত হয়ে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। ধৃত আসামী একজন দুধর্ষ সন্ত্রাসী, তাহার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি সহ অনেক অভিযোগে কোতোয়ালি থানায় ৪টি এবং এয়ারপোর্ট থানায় একটি মামলা রয়েছে।

ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডের পূর্ণাঙ্গ রহস্য উদঘাটন করা হবে। পাশাপাশি ৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।

জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930