শিরোনামঃ-

» ১মে মহান মে দিবসে ছুটির কার্যকরের দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০২৪ | মঙ্গলবার

ডেস্ক নিউজঃ

১মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবসে খানাদানা বেতন সহ সর্বাত্নক ছুটির কার্যকরের দাবিতে ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টায় ক্রীণ ব্রীজের উত্তর পার (জালালাবাদ পার্কের সামনে) জমায়েত হয়ে নগরির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্বের নির্ধারিত সমাবেশ আবহাওয়া জনিত কারণে জিন্দাবাজারের পরিবর্তে জেলা কার্যালয়ে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনছার আলী পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ (শান্ত), সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন সহ সভাপতি আলমাছ মিয়া, উপদেষ্টা আনু মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মো মনির হোসেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, আম্বখানা কমিটির সভাপতি রাশেদ আহমদ।

বক্তারা বলেন, বিশ্ব শ্রমিকশ্রেণীর আন্দোলন-সংগ্রামের ইতিহাসে ১মে শ্রমিক শ্রেণীর জন্য এক ঐতিহাসিক ও গৌরবজনক অধ্যায়। হোটেল শ্রমিকরা সারা বছর মালিকের প্রতিষ্ঠানে কাজ করলেও ১মে মহান মে দিবস সারাবিশ্বের শ্রমিক শ্রেণির ঐক্য ও সংহতি প্রকাশের দিন। মে দিবসে ছুটি শ্রমিকদের আইনস্বীকৃত অধিকার হলেও হোটেল রেস্টুরেন্ট সেক্টরের শ্রমিকদের ছুটি প্রদানে মালিকরা নানা টালবাহানা করে থাকেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির কারণে দেশের অন্যান্য শ্রমজীবি মানুষের মত হোটেল শ্রমিকরাও এক দুর্বিসহ জীবন যাপন করছে।

খেয়ে না খেয়ে, অভাব-অনটন ও দুঃখ-কষ্টে তাঁদের জীবন অতিবাহিত হচ্ছে। মালিকরা দালাল সৃষ্টি করার মধ্য দিয়ে শ্রমিকদের ঐক্য নষ্ট করার পাঁয়তারা করছে। তারা শ্রমিকদের মজুরি দাসত্বে আটকে রাখতে চায়।

মে দিবসের ১৩৮ বছর পরে আজকেও শ্রমিক শ্রেণীকে টুটি চেপে ধরার হীন চেষ্টা করছে মালিক শ্রেণী ও তাদের স্বার্থরক্ষাকারী রাষ্ট্র।

বক্তারা সকল ধরনের প্রতিকূলতা কাটিয়ে দলে দলে যোগদান করে ১মে সকাল ১০টায় কোর্ট পয়েন্টের সমাবেশ ও লাল পতাকা বিক্ষোভ সফল করার জন্য উদাত্ত আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930