শিরোনামঃ-

» দাখিলে শতভাগ পাশ সিলেট আইডিয়াল মাদরাসা

প্রকাশিত: ১২. মে. ২০২৪ | রবিবার

ডেস্ক নিউজঃ
এবারও দাখিল পরীক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে সিলেট আইডিয়াল মাদরাসা। এবার দাখিলে ৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে।
এর মধ্যে ১০ জন জিপিএ-৫.০০, (৫ জন গোল্ডেন জিপিএ-৫.০০), ১৬ জন জিপিএ-৪.০০, ৪ জন জিপিএ-৩.৫০ পেয়েছে। পাশের হার ১০০%।

গত বছরও দাখিলে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছিল সিলেটের অন্যতম দ্বীনি এই প্রতিষ্ঠানটি।

এবারের দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন, মাদরাসার চেয়ারম্যান গভর্নিং বডি, প্রিন্সিপাল ও শিক্ষকবৃন্দ।
চলতি সেশনের আলিমের ভর্তি কার্যক্রম শীঘ্রই শুরু হবে জানিয়ে তাঁরা শিক্ষার্থীদের ভর্তি করার জন্য অভিভাবকবৃন্দের প্রতি অনুরোধ জানান।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মাওলানা এএইচএম সোলায়মান বলেন, এবারের কৃতিত্বপূর্ণ ফলাফলে আমরা খুব খুশী। আল্লাহর মেহেরবানীতে এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

আমাদের শিক্ষার্থীদের কঠোর অধ্যয়ন, শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ সম্মিলিত প্রচেষ্টায় এই ফলাফল অর্জিত হয়েছে। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠানটি দ্বীনদার মেধাবী শিক্ষার্থী উপহার দিতে অঙ্গিকারাবদ্ধ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30