শিরোনামঃ-

» ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপন কর্মসূচিতে ডা. স্বপ্নীল

প্রকাশিত: ২৮. মে. ২০২৪ | মঙ্গলবার

আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ  রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই

ডেস্ক নিউজঃ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বলেছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান সময়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি সিলেট নগরীর বন্দরবাজারস্থ দূর্গা কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২৮ মে) বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরো বলেন, এ ধরণিতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা।
তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এক কথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, দূর্গা কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সেগুপ্তা কানিছ আক্তার, আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ।
এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দূর্গা কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মৌসুমী মহারত্ন, শিপ্রা রাণী নাথ, লাকী রাণী নাথ, রীতা রানী নাথ, স্বর্ণালী দাস, তৃপ্তি রানী দাস, বিপ্লব মোদক, বিভা মজুমদার, মাই টিভি সিলেট ব্যুারো প্রধান মিনাল কান্তি দাস, এসোসিয়েশনে সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, কার্যানির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সদস্য এইচ এম শহীদুল ইসলাম, আজমল আলী, ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ, রুবেল মিয়া, শুভ প্রতিদিনের সাকিব আহমদ, রঞ্জন সিংহ, সুরাইয়া আক্তার রিমা প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031