- প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- ভারতে বাংলাদেশের দূতাবাস সমূহে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ
- সাহেদের পিতৃবিয়োগে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শোক
- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সহ-সভাপতি ছোটনের মৃত্যুতে খান জামালের শোক
- মুরারিচাঁদ কবিতা পরিষদের আবৃত্তি ও সাহিত্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- মহানগর ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক ফয়সলকে কারা ফটকে সংবর্ধনা
- মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তেলিরাই পাঞ্চায়েত কমিটির মতবিনিময়
- জনগনের কাছে তথ্য অধিকার আইন সম্পর্কে সঠিক ধারনা দিতে হবে : সিলেটে তথ্য সচিব
- স্টুডেন্ট হোম ফাউন্ডেশনের মেধাবৃত্তির ফল প্রকাশ
» সিলেট জেলা কর আইনজীবী সমিতির গৌরবের ৫০ বৎসর পূর্তি উৎসব উদযাপন ও বাস্তবায়নের লক্ষ্যে ১৬টি উপ-পরিষদের আহ্বায়কদের সহিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের এক যৌথ সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ০৩. জুন. ২০২৪ | সোমবার
নিজস্ব নিউজঃ
ঐতিত্যবাহী সিলেট জেলা কর আইনজীবী সমিতির গৌরবের ৫০ বৎসর পূর্তি উৎসব উদযাপন ও বাস্তবায়নের লক্ষ্যে ১৬টি উপ-পরিষদের আহ্বায়কদের সহিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুর ১টায় অত্র বারের সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৪ অনুষ্ঠিতব্য সিলেট জেলা কর আইনজীবী সমিতির গৌরবের ৫০ বৎসর পূর্তি উৎসব উদযাপন ও বাস্তবায়নের লক্ষ্যে ১৬টি উপ-পরিষদের আহŸায়কদের সহিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের যৌথ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিনিয়র কর আইনজীবী মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক, মো. হাছনু চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট মো. আবুল ফজল, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকন, সহ-সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক কাউসার মাহমুদ চৌধুরী, অর্থ সম্পাদক এডভোকেট প্রভাত চন্দ্র দেবনাথ, সমাজকল্যান সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, পাঠাগার সম্পাদক এডভোকেট আনসার হোসেইন, ড. এম শহীদুল ইসলাম এডভোকেট, এডভোকেট রঞ্জন ঘোষ, কর আইনজীবী কাজী আরিফুল হাছান, মো. কামাল আহমদ, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, আ.স.ম মুবিনুল হক শাহীন প্রমূখ।
সভায় জুলাইয়ে অনুষ্ঠিতব্য অত্র বারের গৌরবের ৫০ বৎসর পূর্তি উৎসব আড়ম্বরপূর্ণভাবে উদযাপন ও বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতদপক্ষ্যে ১৬টি উপ-পরিষদের নাম প্রকাশ করা হয়। গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামী ২১ জুলাই রবিবার সকাল ১১টায় চৌহাট্রাস্থ মধুমিতা মিষ্টি ঘরের সম্মূখে সবাই একত্রিত হয়ে শহীদ মিনার প্রাঙ্গনে পুস্পস্তবক অর্পন করা হবে।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সকল সদস্যকে নাম রেজিস্ট্রেশন করার জন্য অত্র বারের অফিস অথবা রেজিস্ট্রেশন উপ-পরিষদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। রেজিস্ট্রেশনের শেষ তারিখ- ৩ জুন হতে ১৩ জুন ২০২৪।
নিম্নে গৌরবের ৫০ বৎসর পূর্তি উৎসব উদযাপন ও বাস্তবায়নের লক্ষ্যে ১৬টি উপ-পরিষদের নাম;
উপদেষ্টা উপ-পরিষদ
১। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল হক, আহবায়ক
২। আবু মোহাম্মদ আসাদ, সদস্য
৩। মো. আবিদ আলী চৌধুরী, সদস্য
৪। মো. সুলেমান হোসেন খান, সদস্য
৫। মো. শফিকুর রহমান, সদস্য
৬। মুহাম্মদ আলী আকবর, সদস্য
৭। এম ই এম ইকবালুর রহমান, সদস্য
৮। স্বপন কুমার দাস, সদস্য
৯। মো. আবুল ফজল, সদস্য
১০। নূরউদ্দিন আহমদ, সদস্য
১১। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুরুল ইসলাম, সদস্য
১২। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হায়দার খান, সদস্য
১৩। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহমুদুর রহমান, সদস্য
স্মরণিকা উপ-পরিষদ
১। মোহাম্মদ আজিজুর রহমান, আহবায়ক
২। মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, সদস্য
৩। সৈয়দ কাওছার আহমদ, সদস্য
৪। রতন কুমার দাস, সদস্য
৫। মো. মাসুদ রানা, সদস্য
৬। মোহাম্মদ মির্জা হোসেইন, সদস্য
৭। প্রফেসর হৃষি কেশ ধর, সদস্য
প্রচার উপ-পরিষদ
১। গিয়াস উদ্দীন চৌধুরী, আহবায়ক
২। শ্যামল সিংহ, সদস্য
৩। সাইফুল ইসলাম তালুকদার, সদস্য
৪। মো. ফখরুল ইসলাম, সদস্য
৫। রাকেশ সিংহ, সদস্য
৬। আব্দুল্লাহ আল মাহমুদ, সদস্য
৬। মোহাম্মদ ফয়জুল হক রানা, সদস্য
সম্মাননা উপ-পরিষদ
১। মো. শহীদুল ইসলাম, আহবায়ক
২। এসমিন নাহার, সদস্য
৩। সিন্ধা চক্রবর্তী, সদস্য
৪। মধুমিতা দাস, সদস্য
৫। মোস্তাকিম আহাম্মদ কাওছার, সদস্য
৬। এমরান আহমদ চৌধুরী, সদস্য
৭। ফাহমিদা সুলতানা স্বর্ণা, সদস্য
উপহার ব্যবস্থাপনা উপ-পরিষদ
১। রঞ্জন চন্দ্র ঘোষ, আহবায়ক
২। সুজিত কুমার বৈদ্য, সদস্য
৩। জাকিয়া জালাল, সদস্য
৪। ফারজানা হাবিব চৌধুরী, সদস্য
৫। মাহমুদা বেগম, সদস্য
৬। মোহাম্মদ শামছুল ইসলাম (১),সদস্য
৭। মোছাম্মত নার্গিস আক্তার খানম, সদস্য
প্রেস (মিডিয়া) উপ-পরিষদ
১। মো. কামাল আহমদ, আহবায়ক
২। মোহাম্মদ মহসিন মিয়া, সদস্য
৩। জাহাঙ্গীর আলম, সদস্য
৪। সদরুল হাসান চৌধুরী, সদস্য
৫। মো. ফখরুজ্জামান, সদস্য
৬। মখলেছুর রহমান, সদস্য
৭। আব্দুল মুকিত অপি, সদস্য
অর্থ উপ-পরিষদ
১। প্রভাত চন্দ্র দেবনাথ-আহবায়ক
২। শাহ্ মো. এনামুল হক, সদস্য
৩। মোহাম্মদ আলী খোকন, সদস্য
৪। নির্মেলেন্দু রায়, সদস্য
৫। আতাউর রহমান (সেগুল), সদস্য
৬। চৌধুরী আতাউর রহমান আজাদ, সদস্য
৭। মো. হাছনু চৌধুরী, সদস্য
সাংস্কৃতিক উপ-পরিষদ
১। কাউছার মাহমুদ চৌধুরী, আহবায়ক
২। জিয়াউর রহমান, সদস্য
৩। সুব্রত সামন্ত, সদস্য
৪। জাহানজেব ইবনে খালেদ, সদস্য
৫। সুদিপ বৈদ্য, সদস্য
৬। অরূপ শ্যাম বাপ্পী, সদস্য
৭। মো. আলা উদ্দিন, সদস্য
আপ্যায়ন উপ-পরিষদ
১। মো. জহিরুল ইসলাম রিপন, আহবায়ক
২। মো. শাহীন আহমেদ, সদস্য
৩। বাবলু চন্দ্র ভৌমিক, সদস্য
৪। নাদিম রহমান, সদস্য
৫। নজরুল ইসলাম, সদস্য
৬। মোহাম্মদ শামছুল ইসলাম, সদস্য
৭। আমিনুল ইসলাম চৌধুরী (অলি),সদস্য
হিসাব ব্যবস্থাপনা উপ-পরিষদ
১। কাজী আরিফুল ইসলাম (আরিফ), আহবায়ক
২। ইকবাল আহমদ চৌধুরী, সদস্য
৩। মো. তাহমিনুল ইসলাম খান, সদস্য
৪। মারুফ আহমদ, সদস্য
৫। এ এফ এম নজরুল ইসলাম, সদস্য
৬। কবির আহমদ, সদস্য
৭। মোহাম্মদ ইব্রাহিম, সদস্য
সাজ সজ্জা উপ-পরিষদ
১। মোহাম্মদ মিজানুর রহমান (মিঠু), আহবায়ক
২। মো. রবিউল ইসলাম, সদস্য
৩। মুহাম্মদ নাজমুল হোসাইন, সদস্য
৪। মো. সোরওয়ার হোসাইন, সদস্য
৫। সাহেদ আহমেদ, সদস্য
৬। শামছুল আলম দোস্কী, সদস্য
৭। মোহাম্মদ আনিসুল হক, সদস্য
র্যাফেল ড্র উপ-পরিষদ
১। মুহাম্মদ আমিনুল ইসলাম, আহবায়ক
২। রত্না সাহা, সদস্য
৩। জ্যোতির্ময় তালুকদার, সদস্য
৪। জিয়াউর রহমান, সদস্য
৫। মোহাম্মদ সফিকুল ইসলাম (সবুজ), সদস্য
৬। মোহাম্মদ আমিনুর রশীদ, সদস্য
৭। রিয়াসাদ আজিম আদনান, সদস্য
মঞ্চ ব্যবস্থাপনা উপ-পরিষদ
১। মোহাম্মদ আজমল হোসাইন, আহবায়ক
২। দেবদুলাল চৌধুরী, সদস্য
৩। জাহানারা বেগম, সদস্য
৪। মোছা. ইছরাত জাহান নিপা, সদস্য
৫। নাজমিন বেগম, সদস্য
৬। আসমা আরা বেগম, সদস্য
৭। তাহমিনা আহমেদ উর্মি, সদস্য
স্বেচ্ছাসেবক উপ-পরিষদ
১। আনসার হোসেইন, আহবায়ক
২। সৈকত দাস, সদস্য
৩। মোহাম্মদ আলী আহমদ, সদস্য
৪। মো. রেজাউল করিম তালুকদার, সদস্য
৫। মো. বাহাউদ্দিন, সদস্য
৬। তুষার রায়, সদস্য
৭। হেদায়াত হোসেন তানভীর, সদস্য
দপ্তর উপ-পরিষদ
১. আ.স.ম. মুবিনুল হক (শাহীন), আহবায়ক
২. বিভাবসু গোম্বামী (বাপ্পা), সদস্য
৩. কবীন্দ্র কুমার দাস, সদস্য
৪. সঞ্জয় মালাকার, সদস্য
৫. সুশীল চন্দ্র দাস, সদস্য
৬. এ বি এম সরওয়ার হোসাইন, সদস্য
৭. মোহাম্মদ শামীম আহমদ (১),সদস্য
রেজিস্ট্রেশন উপ-পরিষদ
১। মো. ইফতিয়াক হোসেন (মঞ্জু), আহবায়ক
২। মো. আবুল হোমেন চৌধুরী, সদস্য
৩। কমলেন্দু ভট্রাচার্য্য (রিংকু), সদস্য
৪। আসাদুর রহমান তারেক, সদস্য
৫। মো. খায়রুল আলম, সদস্য
৬। মোহাম্মদ মাজাহারুল হক, সদস্য
৭। আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লা, সদস্য
উল্লেখ্য, পৃষ্টপোষক হিসেবে রয়েছেন অত্র বারের গর্বিত সদস্য জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. ডমসবাহ উদ্দিন সিরাজ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৪ বার
সর্বশেষ খবর
- প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- ভারতে বাংলাদেশের দূতাবাস সমূহে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ
- সাহেদের পিতৃবিয়োগে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শোক
- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সহ-সভাপতি ছোটনের মৃত্যুতে খান জামালের শোক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সহ-সভাপতি ছোটনের মৃত্যুতে খান জামালের শোক
- মুরারিচাঁদ কবিতা পরিষদের আবৃত্তি ও সাহিত্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- মহানগর ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক ফয়সলকে কারা ফটকে সংবর্ধনা
- মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তেলিরাই পাঞ্চায়েত কমিটির মতবিনিময়