শিরোনামঃ-

» প্রস্তুতি সভায় বক্তারা; ৮ জুনের জিয়াউর রহমানের রাজনীতি ও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা সফল করুন

প্রকাশিত: ০৫. জুন. ২০২৪ | বুধবার

নিউজ ডেস্কঃ

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ৮ জুন ‘সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তম’র রাজনীতি ও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা’ শীর্ষ আলোচনা সভা সফল করতে বুধবার (৫ জুন) নগরীর মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে প্রস্তুতি সভায় অনুষ্ঠিত।

অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবনের সভাপতিত্বে ও সদস্য সচিব মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেট জেলার আহবায়ক ডা. শামীমুর রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেট জেলার সদস্য সচিব ডা. শাহ নেওয়াজ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, ইসতিয়াক সিদ্দিকী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি বদরুদ্দোজা বদর, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, প্রিন্সিপাল নিজাম উদ্দিন তরফদার, প্রফেসর আতাউর রহমান, প্রফেসর ডা. কাওসার হোসেন, প্রফেসর খালেদ আহমদ, মহানগর স্বেচ্চাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মোর্শেদ আহমদ মুকুল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, এডভোকেট আব্দুল মুকিত অপি, ফাহিমা কুমকুম, জুবের আহমদ প্রমুখ।

সভায় বক্তারা আগামী ৮ জুন বিকাল ৩.৩০ মিনিটের সময় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে ‘সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তম’র রাজনীতি ও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা’ শীর্ষ আলোচনা সভা সফল করতে সবার প্রতি আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30