শিরোনামঃ-

» কানাইঘাটে বন্যার্তদের মাঝে জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৬. জুন. ২০২৪ | বৃহস্পতিবার

আসমানী গজব থেকে রক্ষায় কোরআন হাদীসের অনুসরণের বিকল্প নেই : অধ্যাপক মুজিবুর রহমান

নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিপদ মুসিবত সবই আল্লাহর পক্ষ থেকেই আসে আমাদের ঈমানী পরীক্ষার জন্য। প্রাকৃতিক দুর্যোগ বলে এটাকে উড়িয়ে দেয়া ঠিক নয়। কারণ মহান আল্লাহ পাকই সবকিছুর নিয়ন্ত্রক।
আসমানী গজব থেকে রক্ষায় কুরআন হাদীসের অনুসরণের বিকল্প নেই। বিপদ মুসিবতের দিনে আপনজন চেনা যায়। আমরা সমাজের রাষ্ট্রের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। সাম্প্রতিক বন্যার শুরু থেকে সকলের আগে জামায়াত সাধ্যের সবটুকু উজাড় করে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছিল।
এখনো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। বন্যা পরবর্তী পুনর্বাসনে জামায়াত সর্বশক্তি দিয়ে কাজ করতে প্রস্তুত রয়েছে। বিপদের দিনে এক ভাইয়ের পাশে অপর ভাইয়ের দাঁড়ানো নৈতিক দায়িত্ব। এটা দয়া বা করুনা নয়। জামায়াতে ইসলামী মানব কল্যাণে কাজ করে যাবে।
এসব কাজে কারো রক্তচক্ষুকে আমরা ভয় পাইনা। আমরা কেবলই আল্লাহকে ভয় পাই। আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের পথ প্রশ্বস্ত করতে চাই। এক্ষেত্রে সকলের দোয়াই আমাদের প্রেরণা।

তিনি বৃহস্পতিবার (৬ জুন) সিলেট জেলার কানাইঘাট পৌর শাখা সদর ইউনিয়নের গোসাইনপুর গ্রামে বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা আমীর মাওলানা আব্দুল করিম, পৌরশাখা আমীর মাওলানা আব্দুল্লাহ, সাবেক ছাত্র নেতা ও মহানগর শুরা সদস্য নজরুল ইসলাম, পৌর সেক্রেটারী মাওলানা ইকবাল হোসাইন, ইউনিয়ন সভাপতি মাওলানা জুবায়ের আহমদ ইউসুফ, সেক্রেটারী মাহবুবুল করিম শামীম, জামায়াত নেতা মাওলানা সাইফুল আলম, মাওলানা ফরিদ আহমদ, সারওয়ার ফারুকী, মাওলানা জামাল আহমদ, নাজিম উদ্দীন ও জামান আল মুত্তাকিন শাহরিয়ার প্রমুখ ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30