শিরোনামঃ-

» ২৪নং ওয়ার্ডে সিলেট মহানগর জামায়াতের ফুডপ্যাক বিতরণ

প্রকাশিত: ২৩. জুন. ২০২৪ | রবিবার

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় জামায়াতের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে : এডভোকেট জুবায়ের

নিউজ ডেস্কঃ

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বৃষ্টিতে ১ মাসের মধ্যে ২ দফা আকস্মিক বন্যায় বিপর্যস্ত সিলেট। উপজেলা থেকে নগর বন্যা কবলিত এলাকার এত বিশাল ক্ষতি কাটিয়ে উঠা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খুবই কঠিন। মজলুম কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্যার শুরু থেকে সাধ্যের সবটুকু সামর্থ নিয়ে সিলেট সুনামগঞ্জসহ দেশের বন্যাদূর্গত এলাকার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

বন্যাদূর্গত এলাকায় জামায়াতের মানবিক কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। কারণ নৈতিক দায়িত্ব মনে করে জামায়াত যে কোন দুর্যোগে মানবতার কল্যাণে পাশে ছিল, আছে এবং থাকবে। ইনশাআল্লাহ।

তিনি রবিবার (২৩ জুন) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শাহপরান পশ্চিম থানার ২৪নং ওয়ার্ডের শিবগঞ্জ সবুজবাগ এলাকার পানিবন্দী মানুষের মাঝে ফুডপ্যাক উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

থানা আমীর মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও ২৪নং ওয়ার্ড সভাপতি আহমদ আল মাসউদের পরিচালনায় অনুষ্ঠিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সেক্রেটারী মো. শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, আলেমে দ্বীন ড. মাওলানা এএইচএম সোলায়মান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা সেক্রেটারী নজরুল ইসলাম, জামায়াত নেতা হামিদ বক্স মুহিন, ওমর ফারুক ইমন, সালেহ আহমদ, ইমরান হোসাইন, আবুল হোসেন ও রুমেল আহমদ প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30