শিরোনামঃ-

» যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানকে গার্ড অব অনার প্রদান

প্রকাশিত: ২৪. জুন. ২০২৪ | সোমবার

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

সিলেটের দক্ষিণ সুরমার নিয়ামতপুর বনবিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান-কে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ জুন) বাদ আছর তাঁর নিজ গ্রামে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আয়োজনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, ডেপুটি কমান্ডার আলকাস আলী, বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত আলী, দক্ষিন সুরমা উপজেলার অসিলেন আলীম উল্লাহ, স্বাস্থ্য পরিদর্শক মো. আতিকুর রহমান, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, দক্ষিন সুরমা থানা তদন্ত অফিসার আবুল হোসেন, এডভোকেট কামরুজ্জামান, এডভোকেট শাহিনুল ইসলাম, মোল্লারগাঁও ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. মোমিন হোসেন, মোল্লার গাঁও ইউপি চেয়ারম্যান মামুন খান, ১ন ওয়ার্ডের মেম্বার শাহেদ আহমদ, তেলিরাই জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. এমদাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি বেলাল আহমদ, সার্ক মানবাধিক সংস্থা দক্ষিন সুরমারসহ-সভাপতি রুহুল আমিন চৌধুরী, সার্ক মানবাধিক সংস্থা দক্ষিন সুরমার সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সন্তান কমান্ড সভাপতি ফয়জুর রহমান ফয়সাল, সহ-সভাপতি দুলাল আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, মরহুমের ছেলে মো. পলাস আহমদ, ছেলে মো. সাগর, মো. গোলাম মস্তফা, মো. জাফর আহমদ, মো. শিমুল আহমদ, মো. মুহিত মিয়া প্রমুখ।

এছাড়াও সহ দক্ষিণ সুরমা থানার পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

গার্ড অফ অনার শেষে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, মো. শাহজাহান দীর্ঘদিন থেকে কিডনি রোগে ভুগছিলেন। গত ১১ জুন (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় আমেরিকা ক্যালিফোর্নিয়া শহরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি স্ত্রী ২ ছেলে ৩ মেয়ে নাতি নাতনী, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন দক্ষিণ সুরমার মকন দোকান ‘চাদনী সোসাইটি’র সত্বাধিকারী।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30