শিরোনামঃ-

» লেখক ও চলচিত্র নির্মাতা সুজিত দেব রায়’র নিজ উদ্যোগে সুনামগঞ্জের দিরাইয়ে বণ্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২৪. জুন. ২০২৪ | সোমবার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিতে যখন মানুষ দুর্ভোগে, লেখক ও চলচ্চিত্র নির্মাতা সুজিত দেব রায় ব্যক্তিগত উদ্যোগে সম্প্রতি সুনামগঞ্জের দিরাই সংলগ্ন শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারের একটি আশ্রয়কেন্দ্রে আশ্রিত পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, কাজী মাহবুব, জয় গোবিন্দ দাস ও পাপ্পু দাস।

ত্রাণ বিতরণকালে তিনি বলেন, দুর্যোগপূর্ণ বন্যা পরিস্থিতিতে যদি লোকজন ব্যাক্তিগত উদ্যোগে ৭০/৮০টি পরিবারকেও শুকনা খাবার বা যেকোন কিছুই দিতে পারে, তাও কম না। কারণ প্রত্যেকেরই ছোট ছোট উদ্যোগ, দুর্যোগের দিনে সামগ্রিক অর্থে বড়ো ভূমিকা রাখে।

সুজিত দেব রায় ২০২৩ সালে অতিরিক্ত গরমেও ব্যাক্তিগত উদ্যোগে, একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষদান কর্মসূচি করেছিলেন।

সুজিত দেব রায়ের কিশোর সাহিত্যের বই “আমি ইঁদুর ভাই ও মশারানি” ২০২৪ এর বইমেলায় রকমারি বেস্টসেলার তালিকায় ৮নম্বর অবস্থানে ছিল।

এছাড়াও তাঁর রচনা ও পরিচালনায় তিনটি দেশে-বিদেশে পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও রয়েছে।

লেখালেখি ও চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি বর্তমানে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসিতে কর্মরত।

সারাজীবন সাধ্যমতো গল্প বলার মাধ্যমে টুকটাক মানুষের পাশে থাকার মাধ্যমে বেঁচে থাকাই তাঁর কামনা ও বাসনা।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930