শিরোনামঃ-

» গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের আলোচনা সভা

প্রকাশিত: ২৮. জুলাই. ২০২৪ | রবিবার

আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার : সাংসদ রুমা চক্রবতী

নিউজ ডেস্কঃ

সিলেট বিভাগের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার।

বর্তমান সরকার দেশের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিতকল্পে বহুমাত্রিক এবং নিবিড় কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে অর্থনৈতিক উন্নয়নে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। আগামীর বিশ্বকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কল্যাণকর হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি রবিবার (২৮ জুলাই) বিকেলে জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বিশেষ চাহিদা সম্পন্ন এই শিক্ষার্থী এবং জিডিএফ এর সার্বিক কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন।

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সভাপতি মাছুম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব বায়োজিদ খানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, দৈনিক যুগান্তর সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, বিশিষ্ট বাউল শিল্পী বিরহী কালা মিয়া, এমপি পুত্র রিপন চক্রবর্তী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জিডিএফ এর উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস, ডা. মিফতাহুল হোসেন সুইট, সহ সভাপতি রাকিব আলী খান, কোষাধ্যক্ষ সৈয়দ আলমগীর হোসেন, সিনিয়র সদস্য প্রমেশ চন্দ্র দত্ত, দেশ যুব সংগঠনের সভাপতি সীমা রানী বিশ্বাস, ডিকেএফ এর কোষাধ্যক্ষ দিদার আহমেদ, সদস্য পল্লবীকা দত্ত, মিঠুন দত্ত, ববি বেগম, শিলন বেগম, শ্রুতি লেখক সাবা আক্তার, অর্ঘ্য দাস, নাদিয়া বেগম, পিএনপিএস এর নির্বাহী সদস্য পার্থ সারথী, জিডিএফ শিক্ষক জয়দীপ রায়, বায়োজিদ শিপন, সুপার ভাইজার রায়হান খান।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, জিডিএফ শিক্ষার্থী রাদিয়া জান্নাত এবং গীতা পাঠ করেন সমীরঞ্জন বিশ্বাস।

অনুষ্ঠানে জিডিএফ সকল শিক্ষার্থী, অভিভাবক সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30