শিরোনামঃ-

» গোয়াইনঘাটে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির মতিবিনিময়

প্রকাশিত: ১১. আগস্ট. ২০২৪ | রবিবার

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করবে : আব্দুল হাকিম চৌধুরী

নিউজ ডেস্কঃ

গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপি সাম্প্রদায়ি সম্প্রীতির রাজনীতিকে বিশ্বাসী।

স্বৈরাচার সরকারের পতনের পর পরাজিত যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকেব সতর্ক থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এখানে উপস্থিত হয়েছি।

গোয়াইনঘাটে হিন্দু ও মুসলমান ভাই-ভাই। সবাই মিলে মিশে থাকবো। এখানে সন্ত্রাসী ও চাঁদাবাজ যদি কোন রকম সমস্যা করার সাহস দেখায় আমরা সবাই মিলে তা প্রতিহত করবো। কোন রকম অন্যায়কে মেনে নেওয়া হবেনা।

তিনি রবিবার (১১ আগষ্ট) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার শান্তি রক্ষার্থে সকল স্তরের হিন্দু সম্প্রদায়ের সাথে পৃথক মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এদিকে রবিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার জলুর মুখ শিব মন্দিরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নন্দীর গাও ইউনিয়ন পরিষদের সদস্য শ্রী যশ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, উপজেলা বিএনপির সদস্য নুর আহমদ, দপ্তর সম্পাদক খায়রুল আমিন। এছাড়া হিন্দু সম্প্রদায়ের মধ্যে শ্রী নীল মনি, জগীন্দ্র নম, ডা. কৃঞ্চ নম, হরীন্দ্র নম, পরিমল নমসহ বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30