শিরোনামঃ-

» গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন : বাসদ

প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৪ | সোমবার

নিউজ ডেস্কঃ
ছাত্র গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার, হতাহতদের ক্ষতিপূরণ প্রদান, জনজীবনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।

বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি মাসুমা খানম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মামুন বেপারি, সংগ্রাম পরিষদের আকবর আলি, তুহিন আহমদ, নুরুল ইসলাম, জুয়েল আহমদ, হারুন আহমদ, ইউসুফ আলী প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, গণহত্যা চালিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। কিন্তু ছাত্র জনতার প্রবল প্রতিরোধের মুখে আওয়ামী সরকারের পতন ঘটে। জুলাই-আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানে শত শত মানুষ নিহত, হাজার হাজার মানুষ আহত হয়। বক্তারা অবিলম্বে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, হতাহতদের নামের তালিকা প্রণয়ন ও ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানান। হত্যাকাণ্ডের সাথে যুক্ত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী-মন্রী-এমপি সহ সংশ্লিষ্টদের গ্রেফতার-সম্পদ বাজেয়াপ্ত করার আহ্বান জানান।

বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠন হলে এখনও জনজীবনে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি।৫আগস্ট পরবর্তীতে নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়ে জনজীবনে স্বাভাবিক পরিস্থিতি আনা, দেশের বিভিন্ন  সাম্প্রদায়িক হামলা-লুটতরাজ-ভাংচুর-দখলদারিত্বের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। তাছাড়া মুক্তিযুদ্ধের স্মারক-ইতিহাস ও ঐতিহ্যের সাথে যুক্ত ভাস্কর্য  পুনর্নির্মাণের আহ্বান।

বক্তারা বলেন বর্তমান সরকার ছাত্র গণঅভ্যুত্থান মাধ্যমে গঠিত হয়েছে, কোন দলের একক আন্দোলন সফল নয়। তাই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকদের পরিবর্তে দল নিরপেক্ষ, যোগ্য লোকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

বক্তারা অবিলম্বে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০হাজার টাকা ঘোষণা, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান ও বৈষম্য বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষা সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30