শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ২০. আগস্ট. ২০২৪ | মঙ্গলবার

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ র‌্যালি করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগষ্ট) বিকেলে র‌্যালিটি নগরীর মারকাজ পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ক্বিণব্রিজের সামনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠিত র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক।

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নুরুল আমিনের পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী শাহাবুদ্দিন।

প্রধান বক্তা বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাধারণত সম্পাদক কুহিনূর আহমদ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া আরিফিন ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাদেক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আমিন, নুরুল ইসলাম রুহুল, সাইফুল আলম কোরেশী, কয়েছ আহমদ, আয়াত আলী প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক আবদাল আহমদ।

অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক রিপল আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদাত খান, জেলা যুবদল নেতা রাজু আহমদ, আখতার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ তালুকদার, জাহাঙ্গীর আলম লকুস, ইমন আহমদ, শামীম আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত মুকুল, শাহেদ আহমদ, হারুন মিয়া, সুজন আহমদ, বাহার উদ্দিন কুটন, আব্দুল বাসিত, জেলা ছাত্রদলের সাহ সাংগঠনিক সম্পাদক জিয়া চৌধুরী লাভলু, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রদল নেতা শেখ নাদিম আহমদ, আলী আব্বাস, রাসেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা আবুল হোসেন, জামিল আহমদ, জালাল আহমদ, সবুর খান, হিরন মিয়া, জয়নাল আহমদ, জিয়াউল ইসলাম, হায়দার আলী, হাব্বান আহমদ, খসরু মিয়া, দেলোয়ার হোসেন, এলাইছ মিয়া, আলী হোসেন, রুবেল, রেজাউল, জুয়েল, সুফি, জুবেল, সুমন, শানূর আহমদ, জাহাঙ্গীর আলম তালুকদার, সুমন, রাহাত, তাহের, জাকের, জাবের, মতিউর, আলী, জাকির, হাফিজ, ইমাদুল, মুমিন, সেবুল, হিরন, জুয়েল, রাব্বি, রায়হান, সায়মন, জয়নাল, সালাউদ্দিন, লায়েক, ময়নুল, জুবেল, মাহবুব, রাব্বি, নাহিদ, ইছু মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ ধর্ম পালন করে আসছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তাঁর জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচার পতনের আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30