শিরোনামঃ-

» ব্যবসায়ী লিলু হত্যার বিচার দাবিতে বিশ্বনাথের বৈরাগী বাজারে মানববন্ধন

প্রকাশিত: ২০. আগস্ট. ২০২৪ | মঙ্গলবার

নিউজ ডেস্কঃ

সিলেটের বিশ্বনাথে বৈরাগীবাজার বনিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ, বৈরাগীবাজারের বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী মনিরুজামান লিলু হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈরাগীবাজার বণিক সমিতি।

ঐতিহ্যবাহী বৈরাগীবাজার বণিক সমিতির উদ্যোগে মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০ টায় বৈরাগীবাজার সিএনজি স্ট্যান্ড এর সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বৈরাগীবাজার বণিক সমিতি, একলি মিয়া উচ্চ বিদ্যালয়, বৈরাগীবাজার কিন্ডার গার্টেন, আহমদিয়া সুন্নী হাফিজিয়া মাদ্রাসা, আব্দুস সালাম এতিম খানা, বিল্ড ক্যারিয়ার চাইল্ড স্কুল, আলতৈল দারুস সুন্নাহ মাদ্রাসা, নওধার পূর্বপাড়া গ্রামবাসী, নওধার মাঝ পাড়া, নওধার বৈরাগীগাও, নওধার রহমান নগর সহ আশপাশের বিভিন্ন গ্রাম ও প্রতিষ্ঠানের নিজ নিজ ব্যানার নিয়ে কয়েক হাজার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

বৈরাগীবাজার বণিক সমিতির সভাপতি মনোহর আলী মনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং জাপা নেতা ফিরোজ আলীর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের ছেলে সালমান আহমদ, ওসমান আহমদ, আরমান আহমদ, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ইমাম উদ্দিন, ফখর উদ্দিন মাষ্টার, সমাজকর্মী আনিসুজ্জামান খান, সৈয়দ লোকমান হোসেন, আব্দুর রশিদ ইউসুফ, অরবিন্দু দাশ, আয়াজ আলী মেম্বার, আফিজ আলী মেম্বার, গোলাম হোসেন মেম্বার, শরিফ উদ্দিন মাষ্টার, মো. ফখর উদ্দিন, হাফিজ ছাদ উদ্দিন মাষ্টার, শামসুল ইসলাম, আজাদ নুর, আলিম উদ্দিন মাষ্টার, ইসলাম উদ্দিন, আব্দুল গণি, আবুল কাহার, সৈয়দ আশরাফ হোসেন, আমিনুর রহমান, আনোয়ার আলী, আমিনুল ইসলাম, আয়াস আলী, ডা. আহমদ হোসেন, সোনা মিয়া, মনসুর আহমদ, মখসুদ আলী প্রমুখ।

মানবন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ রাকিব হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন, সারোয়ার হোসেন সাকের।

সভায় বক্তারা ব্যবসায়ী মনিরুজামান লিলু হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত বিচারের জোর দাবি জানান।

উল্লেখ্য-গত ১৪ আগস্ট রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির রাস্তায় অজ্ঞাত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মনিরুজ্জামান লিলু।

এ ঘটনায় ১৬ আগস্ট অজ্ঞাতনামা আসামি রেখে নিহতের স্ত্রী তাছলিমা বেগম বাদি হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30