শিরোনামঃ-

» সাংবাদিক মকসুদ আহমদের দাফন সম্পন্ন

প্রকাশিত: ২৩. আগস্ট. ২০২৪ | শুক্রবার

নিউজ ডেস্কঃ

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদের (৫৫) দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে সিলেট নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের মইয়ারচর এলাকায় তার জানাযা ও পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। সিলেটের রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সর্বস্তরের মানুষ মরহুমের জানাজায় অংশ নেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২২ আগষ্ট) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন মকসুদ ও তার বন্ধু ব্যাংক কর্মকর্তা গালিব।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকসুদকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে, শুক্রবার দুপুরে গ্রামের বাড়ি মইয়ারচর জামে মসজিদে জুমআ’র নামাজ শেষে জানাযায় অংশ নিতে আসা সুধীজনের এক সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সিলেটের রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সহস্রাধিক মানুষ অংশ নেন।

সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমের পরিচালনায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন, সিরাজুল ইসলাম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি তারেক কালাম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহনূর, শাহ খুররম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কমর উদ্দিন, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিত চৌধুরী, হাটখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন লাল, সাংবাদিক নূর আহমদ, পরিবারের পক্ষ থেকে ছোট ভাই মোয়াজ্জিন আহমদ ও ছেলে মোয়াজ।

জানাজায় আরো উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলজার আহমদ হেলাল, সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সিনিয়র সাংবাদিক ফয়সল আলম, এডভোকেট আব্দুল মুকিত অপি, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামাল আহমদ, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী কমিটির সদস্য মাহমুদ হোসেন খান, মো. আব্দুল হাসিব, শহীদুর রহমান জুয়েল, ক্লাব সদস্য এম সাইফুর রহমান তালুকদার, শিব্বির আহমদ ওসমানী, তারেক আহমদ খাঁন, কামরুল আলম, মো. আলমগীর আলম, এম এ ওয়াহিদ চৌধুরী, সাদিকুর রহমান চৌধুরী, জসীম উদ্দিন, ডি এইচ মান্না, লোকমান হাফিজ, সৈয়দ রাসেল আহমদ, আবু জাবের, মাজহারুল ইসলাম সাদী প্রমুখ।

নিহত মকসুদ আহমদের সাথে দুর্ঘটনায় আহত কৃষি ব্যাংক কর্মকর্তা গালিব জানান, শহরে জরুরি কাজ শেষে রাতে তাঁরা দুজন বাড়ি ফিরছিলেন।

আম্বরখানা-কুমারগাঁও-সুনামগঞ্জ সড়কের মদীনা মার্কেটের কাছাকাছি যাওয়ার পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং পাশের রোড বিভাজক ও বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তাঁরা দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা এগিয়ে তাঁদেরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত মকসুদ আহমদ সিলেট নগরের মইয়ারচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে। তিনি ৫ ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। তিনি স্ত্রী, মা ও দুই ছেলে রেখে গেছেন।

এছাড়াও সকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের একটি প্রতিনিধি টিম মকসুদ ভাইয়ের বাড়ীতে যান। তাঁরা হলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930