শিরোনামঃ-

» দক্ষিণ সুরমা জালালপুর আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২৪ | বৃহস্পতিবার

মেধাবী নাগরিক তৈরীতে গুণগত মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সমাজসেবী ব্যারিষ্টার নুরুল হুদা জুনেদের সংবর্ধনা ও শিক্ষার গুনগন মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালণায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যারিষ্টার নুরুল হুদা জুনেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক মোঃ আখলাকুল আম্বিয়া বাতিন, জালালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ বাবুল মিয়া।

অন্যান্যের মধ্যে থেকে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক জাহের আহমদ, সহকারী শিক্ষক আনওয়ার হোসাইন ও মোগলাবাজারের ব্যবসায়ী মনজুর আলম। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী মুন্নী বেগম ও ইংরেজীতে বক্তব্য রাখেন শাহদীন নেওয়াজ স্বাধীন।

উপস্থিত ছিলেন, সমাজসেবী মানিক মিয়া, মতছির আলী, রিয়াজ মিয়া, আব্দুর রহিম, কনু মিয়া, মনই মিয়া, সিরাজ মিয়া, লিয়াকত মিয়া ও শানুর মিয়া প্রমূখ

সংবর্ধিত অতিথির বক্তব্যে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির ভবিষ্যত কর্ণধার। বিগত ছাত্র আন্দোলনে আমাদের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে তাঁরা ঘুষ-দুর্নীতি মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে চায়। আমাদের সকলের উচিত শিক্ষার্থীদেরকে সেইভাবে গড়ে তোলা। এজন্য প্রয়োজন গুনগত ও মানসম্পন্ন শিক্ষা। এতে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে মো. শাহনেওয়াজ বলেন, গুনীজনের সম্মান না দিলে সমাজে গুনীজনের জন্ম হয়না। আমাদের সকলের উচিত গুনীজনকে সম্মানিত করা। তাহলে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30