শিরোনামঃ-

» যুবলীগ নেতার বিরুদ্ধে ইট চুরির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি!

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০২৪ | শুক্রবার

নিউজ ডেস্কঃ

জাতীয় সাপ্তাহিক বাংলার মাটির সদর উপজেলা প্রতিনিধি ও জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার সিলেট জেলা সংবাদদাতা ও সিলেটের অপরাধীদের আতংকখ্যাত অনলাইন পত্রিকা ক্রাইম সিলেট এর বিশেষ সংবাদদাতা সাংবাদিক মো. জামাল উদ্দিনকে প্রাণে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নিকটস্থ থানায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে জিডি দাখিল করেন তিনি।

সিলেট মহানগরের নামধারী যুবলীগ নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে গত ২৬ আগষ্ট ক্রাইম সিলেট পত্রিকায় “সিসিকের ইট চুরি করে যুবলীগ নেতার দেয়াল নির্মাণ” শিরোনামে একটি সংবাদ প্রকাশের জেরেই সাংবাদিককে হত্যার হুমকি দেন যুবলীগ নেতা নজরুল ইসলাম।

এদিকে নিজের নিরাপত্তা চেয়ে একই দিন অথাৎ ২৬ আগষ্ট সিলেটের এয়ারপোর্ট থানায় একখানা সাধারণ ডায়রী দাখিল করেন সাংবাদিক মো. জামাল উদ্দিন, যাহার থানার ডায়রী নং-৮১০।

জিডি সুত্রে জানা গেছে, গত সোমবার (২৬ আগস্ট) ক্রাইম সিলেট পত্রিকায় “সিসিকের ইট চুরি করে যুবলীগ নেতার দেয়াল নির্মাণ” শীর্ষক সংবাদ প্রকাশ হয়। উক্ত সংবাদ প্রকাশের জেরে যুবলীগ নেতা নজরুল ইসলাম ওইদিন রাত অনুমান ৮টা ৪৫ মিনিটের সময় নগরীর ৩৭নং ওয়ার্ড টিলার গাঁও পয়েন্টে অবস্থানরত সাংবাদিক মো. জামাল উদ্দিনকে দোষারুপ করতে থাকেন।

ঐ সময় সাংবাদিক মো. জামাল উদ্দিন উক্ত সংবাদ সংগ্রহ করেন নি বলে বার বার যুবলীগ নেতা নজরুল ইসলামকে বুঝাতে থাকেন।

একপর্যায়ে সন্দেহের জেরে নজরুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ সহ কয়েকবার সাংবাদিক মো. জামাল উদ্দিনকে মারতে তেড়ে আসেন এমনকি জনসম্মুখে তাকে প্রকাশ্যে প্রাননাশের হুমকি প্রদান করেন।

সাধারণ ডায়রী দাখিলের বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, উক্ত জিডির আবেদন পেয়েছি।

আদালতে প্রেরণ করে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।

এদিকে এ ঘটনায় সিলেটে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30