শিরোনামঃ-

» ফেনীর পরশুরামে সিলেট মিলেনিয়াম ব্যাচের অর্থ সহায়তা

প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০২৪ | শনিবার

বন্যার্তদের পুনর্বাসনে সরকারকেই  কার্যকর উদ্যোগ নিতে হবে : মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় প্রতিবছর পাহাড়ি ঢলের পানিতে বন্যা হলেও ১৯৮৮ সালের পর এ ধরনের ভয়াবহ বন্যা আর হয় নি। প্রায় প্রতিটি বাড়ি ও বসতঘরে বন্যার পানি ঢুকে পড়েছিলো। পানি কমলেও ক্ষত চিহ্ন চোখে পড়েছে। বন্যা কবলিত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ জনপদের স্বচ্ছল সক্ষম ব্যক্তিবর্গ সহ মানবকল্যাণে ব্রত প্রতিটি মানুষকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিৎ। পুনর্বাসন ও ঘর-বাড়ি সংস্কারের ব্যাপারে সরকারকে পুরোপুরি দায়িত্ব নেয়ার বিকল্প নেই।

তিনি শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরামে সিলেট মিলেনিয়াম (এসএসসি-এইচএসসি) ব্যাচের পক্ষ থেকে ঘর-সংসার সংস্কারের জন্য সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের মাঝে এককালীন নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ফ্রেন্ডস ক্লাব ইউকে ২০০০ ও মির্জা হুমায়ুন কবীর জনির ব্যবস্থাপনা এবং মুহাম্মাদ মাজহারুল হক ও মাওলানা সাদ্দাম হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মিলেনিয়াম ব্যাচের দায়িত্বশীল সদস্য আমজাদ চৌধুরী রাশেদ, আব্দুল্লাহ আল মাহমুদ, চৌধুরী তৌহিদ হাসিব, মিলু চৌধুরী, তানজিলুর রহমান নবীন, সাদিক আহমদ, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর হেলাল আহমদ, ফেনীর তরুণ ব্যবসায়ী শহীদুল ইসলাম ও তাফসীর টিভির কর্ণধার আবু তালেব রুবেল।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পরশুরামের আলেমেদ্বীন মাওলানা আবদুল হালিম, মাওলানা ইয়াকুব মজুমদার, কফিল উদ্দিন, মোহাম্মদ মিরাজ, মাওলানা আইয়ূব আলী, মোহাম্মদ হালিম, মাওলানা সামসুল ইসলাম, মাওলানা আবদুল কাদের ও মোহাম্মদ ইফাজ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সূরা ইনশিরাহ’র ৫ ও ৬ নং আয়াতে কারীমায় জানিয়ে দিয়েছেন যে, সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ। তাই বিচলিত না হয়ে সবরের সাথে পথচলা অব্যাহত রাখতে হবে।  যেকোনো দুর্যোগ দুর্ভোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর সাহায্য কামনা, ইবাদাত বন্দেগিতে যত্নশীল থাকতে হবে। স্বস্তি ও নিরাপত্তা আসবে, সন্দেহ নেই ইনশাআল্লাহ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30