শিরোনামঃ-

» ঢাকা-সিলেট মহাসড়কে পরিবহন শ্রমিকদের আধুনিক বিশ্রামাগারে সুযোগসুবিধা নিয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০২৪ | বুধবার

মাধবপুরে ৭ একর জায়গায় পরিবহন শ্রমিকদের জন্য নির্মিত হচ্ছে বিশ্রামাগার

নিউজ ডেস্কঃ
ঢাকা-সিলেট মহাসড়কের ১২৮ কিলোমিটার এ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া নামকস্থানে দূরপাল্লা বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান চালকদের থাকা খাওয়া ও পার্কিং সুবিধা সম্বলিত আধুনিক বিশ্রামাগার এরিয়ায় নির্মাণ প্রসঙ্গে সিলেট সড়ক ও জনপদ (সওজ) কার্যালয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট নগরীর তোপখানাস্থ সড়ক ও জনপদ অধিদপ্তর সিলেট জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অংশীজনের অংশগ্রহণে সিলেট সড়ক ও জনপদ আয়োজিত আলোচনা সভায় সড়ক ও জনপদের মৌলভীবাজার সার্কেলর তত্ত্বাবধারক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সড়ক সার্কেলের তত্ত্বাবধারক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ।

বক্তারা বলেন, দেশে দীর্ঘ ১০ বা ১২ ঘণ্টা চালকরা যানবাহন চালান। তাতে তাঁদের স্বাস্থ্য ঝুঁকি থাকে, ক্লান্ত থাকার কারণে অনেক সময় চোখে ঘুম আসে সেজন্য দুর্ঘটনা ঘটে থাকে। চালকদের স্বাস্থ্য ঝুঁকি কমলে সড়কে দুর্ঘটনা কানানোর লক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া নামকস্থানে প্রায় ২৬ কোটি টাকা বাজেটে ৭ একর জায়গা নিয়ে রেস্ট এরিয়া তৈরি করা হবে। সেই রেস্ট এলাকায় প্রথম পর্যায় ৩০টি যানবাহন অবস্থান করতে পারবে। পরবর্তীতে এরিয়া আরো বৃদ্ধি পাবে। চারতলা বিশিষ্ট ভবনে প্রাথমিক চিকিৎসা, থাকা-খাওয়া, বিশ্রাম নেয়া ও যানবাহনের ত্রুটি সারা ও নিরাপত্তা সুবিধা সহ নানা থাকবে। সারাদেশে পাইলট প্রকল্প হিসেবে চারটি বিশ্রাম জোন তৈরি করছে সরকার। বিশ্বের সাথে তাল মিলিয়ে এমন আধুনিক বিশ্রামাগার তৈরি হলে পরিবহণ শ্রমিকদের মান উন্নয়ন ও সড়কে দুর্ঘটনা হ্রাস পাবে

বক্তব্য রাখেন ও সভায় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ সিলেট জোনের নির্বাহী প্রকৌশলী মো. আমির হোসেন, হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, সিলেট রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, মৌলভীবাজার জেলা পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা পুলিশ পরিদর্শক মো. বায়েজীদ মাহবুব, হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিনিধি নিবিড় রঞ্জন তালুকদার, সাংবাদিক জাবেদ এমরান, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, আফরাফ উল্লাহ ইমন, সড়ক ও জনপদের সিলেট জোনের উপ-সহকারী প্রকৌশলী আরিফ হোসাইন, হবিগঞ্জ জোনের উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, সিলেট জোনের সহকারী প্রকৌশলী খন্দকার আনিসুল হক, হবিগঞ্জ জোনের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, হবিগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিনিধি সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম ও সড়ক ও জনপদ জোনের জাকির হোসেন প্রমুখ।

মতবিনিময় সভার শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন, হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930