শিরোনামঃ-

» চা বাগানের কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে রাখার প্রতিবাদে বুরজান চা বাগানে কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ ও কর্ম বিরতি করেছে

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার

নিউজ ডেস্কঃ

কালাগুল চা বাগানের কর্মকর্তা ও কর্মচারীদের দিনভর জিম্মি করে রখার প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বেশ কয়েকটি বাগানের কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ ও কর্ম বিরতি করেছে।

সকাল সাড়ে ১০টায় খাদিমনগর বুরজান চা বাগানের ফ্যাকটরির সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন যে, আমরা সকলেই চা বাগান শ্রমিক, মালিক ও উর্ধত্বণ কর্মকর্তাদের নির্দেশে আমরা কাজকরে থাকি। চা শ্রমিকদের যেমন বেতন বকেয়া রয়েছে তেমনি টিলাবাবু, হিসাববক্ষক, মেডিকেল সহকারীসহ অফিস ষ্টার্ফদের বেতন বকেয়া রয়েছে। তবে কেন বুধবার কালাগুল চা শ্রমিক দ্বারা অফিস ষ্টার্ফদের দিনভর অফিসের বিদুৎ বন্ধকরে জিম্মিকরে রাখা হলো আমরা এর বিচার চাই এবং এর সুষ্ঠু সমাধান চাই।

বাংলাদেশ টি এস্টেট স্টার্ফ এসোসিয়েশন নর্থ সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল মালিক শামীমের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ ও কর্মবিরতিতে বক্তব্য রাখেন, জনাব বেলাল আহমেদ চৌধুরী- ২হফ ঋধপঃড়ৎু, ঈষবৎশ, কালাগুল বাগানের পক্ষে কালাগুল বাগানের পক্ষে প্রসুন কান্তি তালুকদার, বুরজান বাগানের হেড টিলাবাবু চয়ন কুমার দেব, টিলাবাবু আজিদুর রেজা, বুরজান হেড অপিসের হিসাবরক্ষক অপু মহাপাত্র প্রমুখ।

কর্ম বিরতি চলাকালে বুরজান চাবাগানের মহাব্যবস্থাপক জনাব আব্দুস সবুর খান এসে বিরজমান পরিস্থিতির সুষ্ঠু সমাধানে করনিয় সকল ব্যবস্থা নেয়ার আস্বাস দেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপ মহাব্যবস্থাপক মনসুর আহমেদ পারভেজ, সিনিয়র ব্যবস্থাপক কামরুজ্জামান, উপ ব্যপন্থাপক তোফায়েল আহমেদ খান, সিনিয়র সহকারী ব্যবস্থাপক, অচিন্ত কুমার দে প্রমুখ।

উল্লেখ্য যে, বুধবার বকেয়া বেতনের দাবিতে কালাগুল চা বাগানে চা শ্রমিকরা অফিস ষ্টার্ফদের অফিসে আটকিয়ে তালাবদ্ধ করে রাখেন এবং বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এর প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বুরজান সহ বেশ কয়েকটি বাগানের কর্মচারীরা কালাগুল বাগানের জিম্মি হওয়া কর্মকর্তা কর্মচারীদের সাথে সহমর্মিতা জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও কর্মবিরতি পালন করেন ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30