শিরোনামঃ-

» বিশ্ব শান্তি দিবসে মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ ও জেলার আলোচনা সভা

প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২৪ | শনিবার

নিউজ ডেস্কঃ

জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ ও জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বের চারিদিকে কেবল যুদ্ধের দামামা। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে শান্তির কোন বিকল্প নেই। এজন্য জাতিসংঘকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

বক্তারা বলেন, বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে নতুন সরকার গঠিত হলেও মানুষের মনে স্বস্থি নেই। মানুষের মনে স্বস্থি ও দ্রুত শান্তি প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, কোষাধ্যক্ষ এস এম বিল্লাহ, যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া, প্রচার সম্পাদক ইউসুফ সেলু, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রমুখ। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এস এম বিল্লাহ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30