শিরোনামঃ-

» দোয়ারাবাজার পান্ডারগাও ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের কর্মী সমাবেশ

প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২৪ | শনিবার

আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনো শেষ হয়নি : মিজান চৌধুরী

নিউজ ডেস্কঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতন ও খুনী হাসিনা পালিয়ে গেলেও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এখনো শেষ হয়নি। রাষ্ট্র ও সরকারের প্রতিটি সেক্টরে এখনো বাকশালীদের প্রেতাত্মারা বসে আছে।

তাঁরা নানা ষড়যন্ত্র করে গণতন্ত্রকে বাঁধাগ্রস্ত করছে। এ ব্যাপারে সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তিকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অতীতের মতো আরো বলিষ্ট ভুমিকা পালন করতে হবে। সময়ের ব্যবধানে আমরাই বিজয়ী হবো।

তিনি শনিবার (২১ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সদস্য তাইবুর রহমান তায়বুর ও পান্ডারগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমানের যৌথ পরিচালনায় স্থানীয় হাজী কুনু মিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ চেয়ারম্যান, আহ্বায়ক কমিটির সদস্য শামছুল ইসলাম, এইচ এম কামাল, জাকির হোসেন, আব্দুল হক, তাইবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ মেম্বার, দোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. শওকত আলী, মান্নারগাও ইউনিয়ন সভাপতি আব্দুল আলিম, উপজেলা বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান, দোহালিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, নরসিংপুর বিএনপি নেতা কমর আলী, ইউসুফ আলী, সদর ইউনিয়ন বিএনপি নেতা মামুন মিয়া, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জমির আলী, বিএনপি নেতা গৌছ আলী, ফুল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন, শুকুর আলী, জাহিদ হাসান অনিক, দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেক হোসাইন রাজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ, বেলায়েত হোসেন, রুবেল আহমদ, ইব্রাহীম আল মাসুম ও খালেদ আহমেদ রনি প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30