শিরোনামঃ-

» সারাদেশে মবজাস্টিস বন্ধ ও পার্বত্য জেলায় শৃঙ্খলা ফিরিয়ে আনুন : বাম দলসমূহ

প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২৪ | সোমবার

নিউজ ডেস্কঃ

বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে পার্বত্য জেলায় সংঘাত, সংঘর্ষ, অগ্নিসংযোগ বন্ধ কর ও সারা দেশে মবজাস্টিস নামে বিনা বিচারে মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চৌহাট্টাস্হ শহীদ মিনারের সামনে সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা নেতা এডভোকেট রণেন সরকার রনির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সিরাজ আহমদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন,বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে বিনা বিচারে মানুষ হত্যার ঘটনা ঘটেই চলেছে। ধর্মীয় প্রতিষ্ঠান-মাজার-কবরস্হানে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। মানুষ অন্তবর্তীকালীন সরকার নৈরাজ্যকর পরিস্থিতি অবসান ঘটিয়ে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

বক্তারা পার্বত্য জেলায় সংঘাত-সংঘর্ষ-অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সংঘাত বন্ধ ও সংঘাতের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা জুলাই-আগস্ট অভ্যূত্থানের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক -বৈষম্যহীন সমাজ নির্মাণ পরিপন্থী কার্যক্রমের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930