শিরোনামঃ-

» জিসাসের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার

আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই : এমরান চৌধুরী

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দিয়ে কেউ যদি মনে করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব আমিআওয়ামী লীগ ফ্যাসিবাদী একটি শক্তি।

গণতান্ত্রিক রাজনীতিতে তাদের কোন স্থান হবে না। যারা দেশের মানুষকে খুন করেছে, হুম করেছে, লক্ষ ক্লক্ষ কোটি টাকা পাচার করেছে এদেরকে এদেশের মানুষ দেশ থেকে বিতাড়িত করেছে। এদের বিচার বাংলার মাটিতে হবে।শহীদ জিয়ার আদর্শই এদেশকে আবার সঠিক জায়গায় নিয়ে আসতে পারে।আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানই এদেশের মানুষকে আলোক বর্র্তিকা দেখাতে পারেন।কেউ যদি এটা মিলাতে চান তাহলে তারা তাদের মতো করে মিলাতে পারেন। তারা নাৎসিবাদ ও ফ্যাসিবাদের সমর্থক হিসেবে চিহ্নিত হবেন। আওয়ামী লীগ যে শুধু এক মাসের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এমন নয়, তারা সুদীর্ঘ ১৬-১৭ বছর ধরে এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত।

তিনি আরো বলেন, গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি, গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন নির্বাচন হবে। আর নির্বাচনে কাকে ক্ষমতা আনবেন? আমি, আমার দল এবং এ দেশের গণতন্ত্রকামী মানুষ মনে করে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে ঠেকানোর জন্য কোর্ট ব্যবহার করা হয়েছে, নির্বাসনে পাঠানো হয়েছে। তাকে ঠেকানোর জন্য মৃত্যুর মুখোমুখি করা হয়েছে, কিন্তু তিনি ভেঙে পড়েননি।

মঙ্গলবার (৮ অক্টোবর) সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জিসাস কেন্দ্রীয় সভাপতি নাহিদ গুলনাহার ইভা বলেন দেশনায়ক তারেক রহমানের হাত ধরেই দেশ আবার ও তার গনতন্ত্রের পথে ফিরবে এবং বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিনত হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামান নুরুল হুদা, আজির উদ্দিন, উপদেষ্টা রফিকুল ইসলাম, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ, সিলেট মহানগর যুবদলের সিনিয়ার যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031