শিরোনামঃ-

» হাজারো শহীদের রক্তে অর্জিত বিজয় ধরে রাখতে হবে : এড. এমরান চৌধুরী

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২৪ | শনিবার

ডেস্ক নিউজঃ

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিগত প্রায় ১৬ বছরের টানা গণতান্ত্রিক আন্দোলনের মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। বিএনপির শত শত নেতাকর্মীদের গুম করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের নামে মামলার পাহাড় গড়ে উঠছে। এতো নির্যাতনের পরও দলের নেতাকর্মীরা রাজপথ ছাড়েন নি।

সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতনের সময়েও বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন। হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে  অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অতীতে এই অঞ্চলে উন্নয়নের নামে ফ্যাসিস্টি আওয়ামীলীগ লাগামহীন লুটপাট করেছেন। উন্নয়নের দোহাই দিয়ে দেশের টাকা বিদেশে পাচার করেছে। আর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন।

আগামী সংসদ নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় উন্নয়নের জোয়ার বইবে ইনশাআল্লাহ

বিএনপি নেতা কবির হোসেনের সভাপতিত্বে, তাজ উদ্দিন কুটি, রাজন আহমদ ও আইনুল আবেদীনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা আবদুস সবুর, আবদুল কুদ্দুস, কামাল হাসান, শামীম আহমদ, শায়েক আহমদ চৌধুরী, বিএনপি নেতা এস.এ রিপন, গোলজার হোসেন রাহেল, নূরুল কিবরিয়া, পৌর যুবদল আহবায়ক হোসেন, আহমদ দোলন, নজমুল হোসেইন, দৌলা হোসেন সুভাস, আখতার হোসেন অনীক, জিয়াউল ইসলাম জিয়া, সাব্বির আহমদ, জাবেদ হোসেন প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031