শিরোনামঃ-

» সিলেট সদর উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২৪ | শনিবার

দলকে আরোও শক্তিশালী ও সু-সংগঠিত করতে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে

নিউজ ডেস্কঃ
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের গুম, খুন, অত্যাচার-নির্যাতন, মামলা-হামলা, অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, লুটপাটের বিবরণ তুলে ধরে বলেন, খুনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে কাজ করেছিলে।

সেই পরিকল্পনা ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। বিএনপি সাংগঠনিক ভাবে এখন অনেক শক্তিশালী। আর তার একমাত্র কারণ হচ্ছে তৃণমূল বিএনপি। তৃণমূল বিএনপি নেতৃত্বে আজ বিএনপি মাঠ পর্যায়ে অনেক শক্তিশালী। তাই বিএনপিকে আরো শক্তিশালী ও সু-সংগঠিত করতে সবাইকে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্বে দিয়ে আসছে।

এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও দেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন মাঠ পর্যায়ে বিএনপির প্রত্যেক নেতাকর্মী সাহসী ভূমিকা রেখেছে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।

গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চালিয়ে যেতে হবে।

এখনো নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখন সময় এসেছে দল গোছানোর। প্রতিটি ওয়ার্ডে মতবিনিময় সভা শেষে ইউনিয়ন পর্যায়েও সভা অব্যাহত রাখতে হবে।

জাতীয়তাবাদী আদর্শের সব নেতাকর্মীকে সাধারণ জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

বিএনপি নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করতে হবে।

তিনি শনিবার (১৯ অক্টোবর) সিলেট সদর উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, আজির উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, আহমদ আলী, রফিকুল ইসলাম, বশির উদ্দিন, কছির উদ্দিন, ওয়ারিছ আলী, মকবুল আলী, খাদিম নগর ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সাবেক আহবায়ক জেলা স্বেচ্ছাসেবক দল আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সদর উপজেলা বিএনপির উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী।

উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আপ্তাব উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জৈন উদ্দিন, সাবেক চেয়ারম্যান একে এম আব্দুল্লাহ, ফরিদ আহমদ, এনামুল হোসেন এনাম মেম্বার, ফরুক আাহমদ, আবুল হাসনাত, ফখর উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, শফিক আলী, আবুল হাসনাত, আমিনুর রহমান আমিন, আইনুল হক, সাহিদুল ইসলাম, আফতাবুজ্জামান কয়ছর, ফারুক মিয়া, মানিক মিয়া, মিজানুর রহমান ময়না, সিদ্দিকুর রহমান সায়েম, আলীউর রহমান আলী, আব্দুস সালাম, সোলেমান আহমদ, আব্দুর আলম, ফয়জুর রহমান ফয়জু, সিরাজুল ইসলাম, জামাল আহমদ, আব্দুল মালেক, মাসুক মিয়া, আমিনুল ইসলাম, রুস্তুম আলী, কয়ছর আলম, সিদ্দিকুর রহমান রুহেল, কয়ছর আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930