শিরোনামঃ-

» জাতীয় নিরাপদ সড়ক দিবসে সিলেটে নিসচার বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ

প্রকাশিত: ২২. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার

ডেস্ক নিউজঃ

২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নগরীর সিটি পয়েন্ট থেকে র‌্যালীটি শুরু করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, এসএমপি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) বি এম আশরাফ উল্লাহ তাহের, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নিসচা সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু, সিলেট মহানগরের সভাপতি রোটা. এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, সিলেট শাখায় যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক পুকন, সদস্য আব্দুল রহমান, আব্দুল হাসিব, আবুল কাশেম, আবু জাবের, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, তাওহীদুল ইসলাম, আব্দুস সোবহান, মোস্তফা হোসেন সম্রাট মো. মাজিদুর রহমান মাছুম, রাজীব ঘোস, শাহীন আহমদ, ফয়সল চৌধুরী, রাসেল আহমদ চৌধুরী, শেখ মো. তৌহিদ, রায়হান আলী, মো. নাসির উদ্দিন, মো. উজ্জল মিয়া, সিলেট মহানগর সহ-সভাপতি কামরুল ইসলাম, ডা. মনিটর চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ডা. লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, সংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, প্রচার সম্পাদক আহসান হাবীব, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, আইন সম্পাদক হোসেন আহমদ, প্রকাশনা সম্পাদক লায়েক মিয়া, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, মহিলা সম্পাদকা রুনা সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক সাহেদ শাহনুর আল রহমান, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ইমাম উদ্দিন কমাল, কার্যকরি সদস্য শাহিন হোসেন, মনসুর আহমদ, শমসের আলী, আকবর মিয়া, আনোয়ার হোসেন, মাসুদ আহমদ সুজন, কয়েছ আহমদ সাগর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেট নগরীকে দুর্ঘটনা ও যানজটমুক্ত করতে সবাইকে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য, এবারের প্রতিপাদ্য বিষয় হলো “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”

এই সংবাদটি পড়া হয়েছে ২ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031