শিরোনামঃ-

» মামলার পলাতক আসামিদের উপস্থিতে মানববন্ধন

প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০২৪ | বুধবার

জাফলংয়ে পাথর কোয়ারি সচলের মানববন্ধনে পালাতক আসামিদের মামলা প্রত্যাহারের দাবি

ডেস্ক নিউজঃ
জাফলংয়ে পরিবেশসম্মত ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করার সুযোগ দানের মানববন্ধনে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা দুইটি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মামলার পলাতক আসামিরা।

বুধবার (২৩ অক্টোবর) জাফলংয়ের মামার বাজার পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই মানববন্ধন কর্মসূচিতে জাফলংয়ে পাথর কোয়ারি সচলের কথা বলে শ্রমিকদের জুড়ো করানো হয়। সেখানে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা দুইটি মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

আসলে শ্রমিকরা জানতেন না এই মানববন্ধনে মামলা প্রত্যাহারের দাবি জানানো হবে। তাই তাদের ধোকা দিয়ে সকলকে মানববন্ধনে উপস্থিত করা হয়।

জাফলংয়ে শতকোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় গোয়াইনঘাট থানায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বদরুল হুদা বাদী হয়ে ৯২ জনকে আসামি করে একটি ও পরিবেশ আদালতে অধিদপ্তরের পরিদর্শক মো. মামুনুর রশিদ ২২ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

এই দুই মামলায় ১১৪ জনকে আসামি করা হয়েছে। তবে এদের মধ্যে নিরীহ শ্রমিকদের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানা গেছে। তবে প্রভাবশালী পাথর খেকোদের কোন ছাড় দেওয়া হবে না। দুইটি মামলা গোয়াইনঘাট থানায় রেকর্ড করা হয়েছে।

এই মামলার আসামিরা প্রকাশ্যে জাফলংয়ে পাথর কোয়ারি সচলের নাটক সাজিয়ে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলার বিরুদ্ধে প্রতিবাদ করছে।

এমনকি তারা বক্তব্যে কঠোর বার্তাও দিচ্ছেন। তবে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, এই দুইটি মামলা পরিবেশ অধিদপ্তর তারা নিজেরাই তদন্ত করবে। কিন্তু পলাতক আসামিরা প্রকাশ্যে মানববন্ধনে পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে বক্তব্য প্রধান করছে এই বিষয়ে তিনি কিছু বলেননি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পলাতক আসামি গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বহিস্কৃত বিএনপি নেতা শাহ আলম স্বপন, পলাতক আসামি পদবঞ্চিত বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ছবেদ মিয়া, জাফলং বল্লাঘাট পাথর শ্রমিক সংগঠনের সভাপতি সিরাজ মিয়া সহ জাফলংয়ের অর্ধ শতাধিক ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক সংগঠনের সভাপতি-সম্পাদকবৃন্দ। এখানে বেশির ভাগই পরিবেশ অধিদপ্তরের মামলার আসামি।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ অধিদপ্তর সাজানো মিথ্যা ও বানোয়াট মামলায় জাফলংয়ের সম্মানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদেরকে হয়রানি করছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে উক্ত মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। এমনকি মামলা প্রত্যাহার না করা হলে কর্মসূচির হুমকি দিয়েছেন পরিবেশ অধিদপ্তরকে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930