শিরোনামঃ-

» প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ; পিপি এডভোকেট ফয়েজকে প্রতিহত করার ঘোষনা আইনজীবিদের

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০২৪ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগকে প্রত্যাখ্যান করে বৃহস্পপিবার (২৪ অক্টোবর) সিলেটের আদালত পাড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে আইনজীবিরা। একপর্যায়ে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ সমাবেশ করে নিয়োগ প্রাপ্ত পিপি এডভোকেট এটিএম ফয়েজের ৩নং বার হলের ২য় তলায় কক্ষ সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা।

সেখানে সিনিয়র আইনজীবি মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট হাবিুবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারন সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, এডভোকেট মোমিনুল ইসলাম, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আব্দুল ফাত্তাহ তুহেল, এডভোকেট এজাজ উদ্দিন, এডভোকেট আনছারুজ্জামান, এডভোকেট মোস্তাক আহমদ, এডভোকেট উবাদুর রহমান ফাহমি, এডভোকেট শাহজাহান সিদ্দিকি, এডভোকেট আয়েশা সিদ্দিকা, এডভোকেট তানভীর আক্তার খান, এডভোকেট জাফর ইকবাল তারেক, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট মাহবুবুর রহমান, এডভোকেট সাজেদুল ইসলাম সজিব, এডভোকেট মোবারক হোসেন, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট নুর আহমদ, এডভোকেট আব্দুল হাই রাজন, এডভোকেট আব্দুর রাজ্জাক খান রাজ, এডভোকেট তাজ রিহান জামান, এডভোকেট বদরুল আলম লিটন, এডভোকেট শামিম আহমদ, এডভোকেট হাবিব আহমদ, এডভোকেট মঞ্জুর এলাহী সামি, এডভোকেট আব্দুল হালিম রায়হান, এডভোকেট নাজমুল হুদা সাহান, এডভোকেট সাহেদ আহমদ, এডভোকট খুরশেদ আলম, এডভোকেট গোলাম রসুল সুমেল, এডভোকেট মুমিনুল হক, এডভোকেট মোজাক্কির হোসেন, এডভোকেট নাছির উদ্দিন সাদিক, এডভোকেট রুহুল আমীন, এডভোকেট কামরুল আমিন, এডভোকেট কাজী সেবা আক্তার, এডভোকেট সাহেদ আহমদ, এডভোকেট জাবেদ আহমদ, এডভোকেট খায়রুল আমিন, এডভোকেট স্বপন আহমদ প্রমুখ।

এসময় আইনজীবিরা বলেন, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত এডভোকেট এ টি এম ফয়েজকে প্রতিহত করা হবে।

তাঁর বিরুদ্ধে আদালতের আইনজীবিরা ক্ষিপ্ত। তাঁকে প্রতিহত করতে সকল আইনজীবিরা ঐক্যবন্ধ। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত এডভোকেট এ টি এম ফয়েজ একজন বহুরুপি ও বিতর্কিত ব্যক্তি। তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে বিএনপিতে আসলেও বিগত খুনি ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ আন্দোলনে তার ভূমিকা ছিল রহস্যজনক। দলে তাঁর সাংগঠনিক নিষ্ক্রিয়তা, অনুপস্থিতি ও দলীয় নেতাকর্মীদের আইনী সেবা প্রদানে তাঁর বিতর্কিত ভূমিকার কারনে একসময় আইনজীবি ফোরামের সভাপতির পদ থেকে তাঁকে অব্যাহতি প্রদান করা হয়।

তিনি দীর্ঘ দুই বৎসর আগে যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্ট হয়ে স্বপরিবারে স্থায়ীভাবে আমেরিকায় পাড়ি জমান।

গত ৫ আগষ্টের খুনি হাসিনার দেশ ছেড়ে পালানোর পর দেশে তিনি পিপি হওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেন এবং সংশ্লিষ্টদেরকে ভুল বুঝিয়ে গুরুত্বপূর্ন পদটি বাগিয়ে নেন। যা সিলেটের আইন অঙ্গনের সর্বস্তরের আইনজীবিদের মর্মাহত করেছে।

নেতৃবৃন্দ সংশিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনা করে সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত এটি এম ফয়েজকে পরিবর্তনের জোর দাবি জানান।

গত ২০ অক্টোবর সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট মুজিবুর রহমান মুজিবের পিপি কক্ষ তালাবন্ধ করে আইনজীবিরা।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪ বার

Share Button

Callender

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031