শিরোনামঃ-

» সিলেটে ধর্ম ও জ্ঞানের সন্ধানে গ্রুপের গীতাপাঠ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০২৪ | শুক্রবার

ডেস্ক নিউজঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেইসবুক ভিক্তিক সংগঠন ‘ধর্ম ও জ্ঞানের সন্ধানে’ গ্রুপের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে গীতাপাঠ প্রতিযোগিতা, মিলনমেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) দিনব্যাপী সিলেটের জৈনপুর এলাকায় শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপিট নাট মন্দিরে অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে অনুপ্রেরণামুলক বক্তব্য রাখেন- শাবিপ্রবি’র প্রফেসর হিমাদ্রি শেখর রায়।

গ্রুপের অ্যাডমিন লিপন দেব অনিকের পরিচালনায় প্রতিষ্ঠাত অ্যাডমিন বিপ্র দাস বিশু’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গ্রুপের এডমিন রিপন দেবনাথ, অক্রুরমনি দেবনাথ, মডারেশর মাধুরি তালুকদার, সুমনা দেবী, দিপক দেবনাথ, ছবি দেবনাথ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর সিলেটের আলোকিত মুখ এবং যুবসমাজের আইডল রাহুল কৃষ্ণ দাস।প্রধান বক্তা ছিলেন, ধর্ম ও জ্ঞানের সন্ধানে সংগঠনের প্রতিষ্ঠাতা রিতেশ দেব নাথ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কাব্যরত্ম ও ভাগবত পাঠক উত্তম লোহার, পরমভাগবত ও কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের সভাপতি মহানামব্রত চক্রবর্ত্তী লিটন, শ্রীমদ্ভগবদগীতা পাঠক ও প্রশিক্ষক রাজীব দেব নাথ, প্রশিক্ষক ও বিচারক শুদ্ধ সংস্কৃতি উচ্চারণ আকাশ চৌধরী।

সারা বছরব্যাপী অনলাইনে গীতাপাটের মাধ্যমে চারটি ধাপে বিচারকের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেন ১ হাজার ৭৮ জন।

শুক্রবার সকাল ৮টায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন, ভোগ নিবেদন এবং মঙ্গল শোভাযাত্রা ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ করা হয়।

পরিবেশনায় ছিলেন, মাধুর্য বিশ্বাস ঢাকা, দুর্জয় রায় হবিগঞ্জ, প্রযুক্তা চক্রবর্তী চট্রগ্রাম, সুইটি নাথ, সিলেট, অনিন্দিতা চক্রবর্তী ময়মনসিংহ, স্মৃতি সরকার ব্রাহ্মনবাড়িয়া, সুইটি বিশ্বাস ঢাকা, স্নেহা শীল চট্রগ্রাম, দীপান্বিতা সাহা বাগেরহাট, নিশিতা দাশ চট্রগ্রাম, প্রিয়ন্তী মল্লিক ঢাকা, পার্থ ভট্টাচার্য চট্রগ্রাম, প্রমিত দাশ ঢাকা, তমাশ্রী শর্মা ঢাকা, দেবশর্মা উদ্ধব বিশ্বাস কুড়িগ্রাম, উৎপল দাস হবিগঞ্জ।

অনুষ্ঠানে ভজনসংগীত পরিবেশনায় করেন, ঐশিতা চক্রবর্তী, মাধুর্য বিশ্বাস, প্রিয়ন্তী মল্লিক, মাধুরী তালুকদার।

শুদ্ধ সংস্কৃতিতে বেদমন্ত্র উচ্চারণ ও সংস্কৃতি ভাষা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন, প্রসারী ভট্টাচার্য্য, আকাশ চৌধরী। পরে গীতাপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের উত্তরী পরিয়ে বরণ করে নেওয়া হয়।

বিকাল ৩টায় গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরন মহাপ্রসাদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031