শিরোনামঃ-

» ‘প্রতিভাকে লালন করতে হয়, শাণ দিতে হয়; নইলে এতে মরিচা ধরে’ : অধ্যক্ষ মো. ফয়জুল হক

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার

ডেস্ক নিউজঃ
স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি ২০২৪-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, ‘তোমাদের পরিশ্রম আজ তোমাদেরকে স্বপ্নের জায়গায় পৌঁছে দিয়েছে।

যাঁরা সময়কে কাজে লাগায় বিজয়ীর মুকুট তাঁদেরই শোভা পায়। তোমাদের অনবদ্য ফলাফলে আমি ও স্কলার্সহোম পরিবার আনন্দিত। এ আলোড়ন ছড়িয়ে এগিয়ে যাও, তোমরাই বিশ্বায়নের পৃথিবীতে নেতৃত্ব দিবে।

মনে রাখবে, পরিশ্রমীরা ব্যর্থ হয়না, ত্যাগ অবধারিতভাবে সাফল্য আনে।

তিনি আরো বলেন, প্রতিভাকে লালন করতে হয়, শাণ দিতে হয় ; নইলে এতে মরিচা ধরে।’

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজিত হয়। প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ ও প্রভাষক আন্নামা চৌধুরীর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন, ফাইজা ইমতিয়াজ ও ফিমা আক্তার বিথী। অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন  সেলিম মাহমুদ।

অনুষ্ঠানে শ্রেণিশিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজন কমিটির প্রধান ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান, প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদার।

এরপর প্রধান অতিথি অধ্যক্ষ হক ও শিক্ষকবৃন্দ জিপিএ-৫ প্রাপ্তদের ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে প্রভাষকবৃন্দ ও অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন।

পরিশেষে ফটোসেশানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, স্কলার্সহোম মেজরটিলা কলেজ ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ১০৬ টি জিপিএ-৫ সহ অনবদ্য ফলাফল করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031