শিরোনামঃ-

» সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র কমিটি গঠন

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২৪ | শুক্রবার

ডেস্ক নিউজঃ
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’ এর কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি হোটেলে সিলেট মহানগরের সকল হকারদের নিয়ে এক জরুরি সভা অনুষ্টিত হয়।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মো. রুহুল আমিন রুবেল আহবায়ক ও মোঃ নজরুল ইসলামকে সদস্য সচিব করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জুয়েল আহমদ, যুগ্ম আহবায়ক মো. সৈয়দ আহমদ, যুগ্ম আহবায়ক মো. নাসির আহমদ, যুগ্ম আহবায়ক জানে আলম, সদস্যরা হলেন মো. মোজাম্মেল হোসেন, মো. রুবেল ইসলাম, মো. কামাল আহমদ, মো. তারেক আহমদ, মো. অপু আহমেদ, মো. সোহাগ আহমদ, নাজিম।

এসময় সভায় নিরীহ হকারদের ভিবিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয়।

লালদীঘির পাড় মাঠে হকারদের অস্থায়ী পুনর্বাসন দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু সেখানে গিয়ে পদে পদে নির্যাতনের শিকার হচ্ছেন নিরীহ হকাররা। তারা তাদের দাবি আদায়ের লক্ষে সকল প্রকার আন্দোলন সংগ্রাম করে যাবেন।

এই আলোকে এই সংগঠন করা হয়েছে। লালদীঘির পাড় মাঠে কোন ধরণের শৃংখলা নেই। সেখানে গেলেই বৈষম্যের শিকার হন হকাররা। যতোবার তাদের পুনর্বাসন করা হয়েছে, ঠিক ততবারই ক্ষুদ্র ব্যবসায়ীরা লাখ লাখ টাকা হারিয়ে রাস্তায় বসতে হয়েছে। লালদীঘির পাড় মাঠে হকারদের ঢুকানোর পর তাদের খবর আর কেউ রাখেনি। ভুলেও সিটি কর্পোরেশন ও প্রশাসনের কোন কর্মকর্তা মাঠ পরিদর্শনে যায়নি। যদিও যান তাহলে নেতাদের সাথে কথা বলে চলে আসেন। কিন্তু নিরীহ অসহায় হকারদের কোন খবর নেননি। এবার সকল প্রকার বৈষম্য দূর করে নিরীহ অসহায় হকারদের ব্যবসা করার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার দাবি জানান তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930