শিরোনামঃ-

» ওসমানী মেডিকেল কর্মচারী কল্যাণ সমিতির সদস্য বিদায় ও নবীন বরণ

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৪ | শনিবার

রোগির সেবায় আন্তরিকতা, ঐক্য ও সহযোগিতা গুরুত্বপূর্ণ : পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনির

ডেস্ক নিউজঃ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেছেন, হাসপাতালের সেবা প্রদানকারীদের মধ্যে আন্তরিকতা, ঐক্য এবং সহযোগিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি রোগীদের জন্য মানসম্মত সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করে।

ডাক্তার, নার্স, প্রশাসনিক কর্মকর্তা এবং সকল শ্রেণীর কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করা উচিত। এতে সেবা গ্রহিতারা হাসপাতালের প্রতি আস্থা ও বিশ্বাস অর্জন করবেন।

যদি প্রত্যেক কর্মী সেবা প্রদানের সময় আন্তরিক এবং দায়িত্বশীল হন, তাহলে হাসপাতালের সুনাম বৃদ্ধি পাবে এবং রোগীরা আত্মবিশ্বাসের সঙ্গে সেবা নিতে আসবেন। ডাক্তার, নার্স এবং কর্মকর্তা-কর্মচারী সবাই মিলেই একটি হাসপাতালের সেবাকে কার্যকরী এবং সফল করে তোলে। সবার আন্তরিকতা ও নিষ্ঠায় রোগীরা মানসম্মত সেবা পেয়ে থাকেন।

তবে, কখনও কখনও দু’একজনের নেতিবাচক আচারণ প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্য করতে পারে। এজন্য প্রয়োজন সবার মধ্যে শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখা, যাতে ব্যক্তি বিশেষের আচরণ পুরো প্রতিষ্ঠানের উপর নেতিবাচক প্রভাব না ফেলে। সবার সহযোগিতায় ও সুসংহত প্রয়াসে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখা সম্ভব।

শনিবার (২ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১১-১৬তম গ্রেড সরকারী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মেডিকেল সেমিনার হলে আয়োজিত অবসরে যাওয়া সদস্যবৃন্দের বিদায় সংবর্ধনা ও নবাগত সদস্যদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসমস্ত কথা বলেন।

কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবুল খয়ের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও শিশু বিভাগের প্রধান ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আবুল কাশেম।

অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী সদস্যদের হাতে সম্মানা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ এবং নবীন ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930