শিরোনামঃ-

» জেএএস ফাউন্ডেশন অন্বেষণ মেধাবৃত্তি ২০২৪ ফলাফল প্রকাশ

প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০২৪ | শুক্রবার

ডেস্ক নিউজঃ

জেএএস ফাউন্ডেশন অন্বেষণ মেধাবৃত্তি প্রতিযোগিতা ২০২৪ এর ফলাফল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় এই ফলাফল প্রকাশিত হয়। এর পূর্বে গত শুক্রবার প্রায় ১২০০ শিক্ষার্থী এবং অর্ধ শতাধিক স্কুলের অংশগ্রহণে এবং মোট ৬টি কেন্দ্রের সহযোগিতায় জেএএস ফাউন্ডেশন অন্বেষণ মেধাবৃত্তি প্রতিযোগিতা ২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

এসময় জেএসএস ফাউন্ডেশন এর চেয়ারম্যান নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকার নির্ধারিত তারিখ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত এবং ফলাফল প্রকাশ করা জন্য পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সবাইকে ধন্যবাদ জানান।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলোঃ ৪র্থ শ্রেণি ১ম স্থান: ১০১১ শ্রেষ্ঠা রায়, সাধারণ বৃত্তি: ১০০১ রাজশ্রী দেবনাথ বৃত্তা, ১০৬১ ত্রিদিব তালুকদার, ১০১৬ মুশফিকা নওরীন, ১০৩৩ তায়্যিব রাগীব গুলজার, ১০৭৬ দেবজ্যোতি আচার্য্য শায়ন, ১০৬০ মো. তানভীর হাসান রাহাত, ১০৭০ তানজিম আহমেদ নূর, ১০০৩ আদীবা রহমান রুহামা, ১০২৩ প্রাপ্তি দে তুতুল, ১০৩৬ হোসাইন আহমদ সিয়াম, ১০৫৫ সিদরাতুল মুনতাহা নিশাত।

৫ম শ্রেণি: ১ম স্থান: ১১৭০ মো. রিয়াদ আহমেদ, ২য় স্থান: ১১১১ রাজস্মিতা দাস, ৩য় স্থান: ১১৭১ মো. আইমান আযযান, সাধারণ বৃত্তি: ১১৬৭ মারুফ হাসান, ১১৯৭শ্রেয়া দেব পূজা, ১২২৯ মায়মুনা কামাল মিমি, ১১৮৩ সালমান ইসলাম সামির, ১১৭৬ নৈঋত দেব, ১১৮৭মোহতাদিন আল মাহিইয়ান, ১১৮৬ মনীষা মীর মায়িশা।

৬ষ্ঠ শ্রেণি: ১৩১১ প্রীতম নাথ, সাধারণ বৃত্তি: ১৩১৪ মুর্তাজা আল সাবিক, ১৩২৫ জান্নাতুল ফেরদাউস মুসকান ১৩৩৮ মো. মহিউদ্দিন আহমদ, ১৩০৯ রিসা রাণী দেবি, ১৩০৭ মেহরীন সিদ্দিকা বুশরা, ১৩০৬ পূর্ণিমা চক্রবর্তী, ১৩১৭ সাহিল রহমান, ১৩৩৪ ইসতিয়াক আলক রাইয়ান।

৭ম শ্রেণি: ১ম স্থান: ১৪১০ মুশফিকা নাজনীন নূহা, সাধারণ বৃত্তি: ১৪১৫ জুনায়িদ আহমদ, ১৪২১ মাহদী হাসান নাবিল, ১৪১৩ ফাবিহা আক্তার রুহি, ১৪১৯ জয়রাজ ভট্টাচার্য্য, ১৪৫২ ফাহমিদা জান্নাত মিশু, ১৪৩১ মোছা. আমিনা জাহান ইমু।

৮ম শ্রেণি: সাধারণ বৃত্তি: ১৫৩৭ ইব্রাহীম কবির তাহা, ১৫০৬ পড়শী সরকার অর্পা, ১৫০৯ সামিরা আক্তার, ১৫১২ রুপাইদানুর নুপুর, ১৫৪৮ জয় বর্মন জিৎ।

৯ম শ্রেণি: ১ম স্থান: ১৬২৬ ভুবন তালুকদার বিশাল, ২য় স্থান: ১৬০৭ মোছা. আকলিমা আক্তার আখিঁ, সাধারণ বৃত্তি: ১৬০৯ ইসরাত জাহান ইশা, ১৬৩৬ মো. ফারসাত খাঁন, ১৬২৩ আরিফুল ইসলাম তানভীর, ১৬০৫ কাজী উম্মে নওরীন মহিমা, ১৬৩৪ নিরব আচার্য্য রুদ্র।

১০ম শ্রেণি: সাধারণ বৃত্তি: ১৮০৭ জান্নাতুল নাঈমা, ১৮২১ রমজান আলী, ১৮১১ জান্নাতুল ফেরদৌস প্রভা, ১৮১৫ অর্নব তালুকদার, ১৮১৯ মো. আদনানুর রহমান।

এই সংবাদটি পড়া হয়েছে ১২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930