শিরোনামঃ-

» জালালাবাদ ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির জনসভায় খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২৪ | শনিবার

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে

ডেস্ক নিউজঃ

বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি।

দেশনায়ক তারেক রহমান আমাদের জন্য শুধুমাত্র একজন নেতা নন, তিনি আমাদের আদর্শের বাতিঘর, আমাদের আস্থার সর্বশেষ আশ্রয়স্থল। তাঁর নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ, জাতীয়তাবাদের আদর্শকে কেউ দমন করে রাখতে পারবে না। আমরা একসাথে যে গণতান্ত্রিক অভিযাত্রায় রয়েছি, মানুষের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছি, তাতে সর্বোচ দৃঢ়তা ও বিশ্বাস নিয়ে বাংলাদেশের জনগণের পাশে আছে ও থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো।

তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। এই পট পরিবর্তনের পর বাংলার রাখার রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্ত্বা লাভ করে। এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

শনিবার (৯ নভেম্বর) সিলেট সদর উপজেলার ১নং জালালবাদ ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইসলামগঞ্জ বাজারের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও দিলোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, শহীদ আহমদ, আজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জৈন উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোরাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, জামাল আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930